X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারত থেকে আমদানি চালের খালাস শুরু

হিলি প্রতিনিধি
২৮ আগস্ট ২০২১, ১৮:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১৮:২৫

কাস্টমসের সার্ভার সমস্যা ও শুল্কায়ন জটিলতার কারণে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত ভারতীয় চাল খালাস শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ভারতীয় ট্রাকচালক ও আমদানিকারকদের মাঝে।

শনিবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে চাল খালাস শুরু হয়। এর আগে তিন মাস ২৩ দিন বন্ধের পর ২৪ আগস্ট বন্দর দিয়ে চাল আমদানি হয়। ২৫ ও ২৬ আগস্ট বন্দর দিয়ে সর্বমোট আট ট্রাকে ২৬৩ টন চাল আমদানি হয়। 

বন্দর থেকে চাল খালাসের জন্য আমদানিকারক মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আমদানির অনুমতিসহ আমদানি শুল্ক কমানো হয়। কিন্তু কাস্টমসের সার্ভারে শুল্ক যে পরিমাণ কমানোর কথা তার চেয়ে বেশি দেখাচ্ছিল। ফলে গত মঙ্গলবার চাল আমদানি হলেও খালাসের জন্য বিল সাবমিট করা যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমসের সার্ভার ঠিক হলেও রাত হয়ে যাওয়ায় বিল সাবমিট করা যায়নি। এ জন্য চাল খালাস নেওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। চাল খালাসের জন্য শনিবার দুপুরে বিল অব অ্যান্ট্রি সাবমিট করেছিলাম। একই সঙ্গে চালের শুল্কায়ন মূল্য কত হবে সেটি নিয়ে যে সমস্যা ছিল, তা ঠিক হওয়ায় বন্দর থেকে খালাস প্রক্রিয়া চালু হয়। প্রতিটন চাল সাড়ে ৪০০ মার্কিন ডলারে আমদানি করা হয়। কাস্টমস ৪৭৫ মার্কিন ডলারে শুল্কায়ন করেছে। শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২৫.৭৫ ভাগ; যা আগে ৬২.৫ ভাগ ছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ২৪ আগস্ট বন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও খালাস কার্যক্রম বন্ধ ছিল। বন্দর দিয়ে গত তিনদিনে ৩৬৩ টন চাল আমদানি হয়। এসব চাল বন্দরে আটকা ছিল। শনিবার বিকাল ৩টায় বন্দরে ভারতীয় ট্রাক থেকে চাল খালাস কার্যক্রম শুরু হয়।

/এএম/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, ৩ জন গ্রেফতার
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২০
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
লেভার হ্যাটট্রিকে দুইয়ে ফিরেছে বার্সা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার