X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

পঞ্চগড় প্রতিনিধি
৩১ আগস্ট ২০২১, ১৮:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৮:৫০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে স্থলবন্দর এলাকাসহ বাংলাবান্ধা-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজট লেগেই আছে। এজন্য নেপালে রফতানির জন্য কয়েকশ’ পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

জানা গেছে, স্থলবন্দর এলাকায় ট্রাফিক না থাকায় পুরো মহাসড়ক জুড়ে ট্রাক এলোমেলো করে রাখায় যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে ছোট যানবাহন এমনকি মানুষ চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে সংকট নিরসনে জেলা প্রশাসন স্থলবন্দরের আমদানি-রফতানি বিষয়ক সমন্বয় সভা আহ্বান করেছে। মঙ্গলবার স্থলবন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসূফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, চেম্বার অব কমার্সের সভাপতি মো. শরীফ হোসেন, আমদানি-রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন, সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি রেজাউল করিম রেজাসহ স্থলবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় দীর্ঘ যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্থলবন্দর সংলগ্ন সড়কে ব্যাটালিয়ন আনছার অথবা অঙ্গীভূত আনসার নিয়োগ দান, স্থলবন্দর সংলগ্ন ভাড়াকৃত মাঠে ট্রাক রাখার ব্যবস্থা, সড়কের পাশের বালু ভরাটের মাধ্যমে নিচু স্থান উঁচু করাসহ বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া কাস্টমস কর্তৃক আংশিক চালানের ছাড়পত্র প্রদান এবং আমদানি-রফতানির সময় বৃদ্ধি করে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করার বিষয়েও আলোচনা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়