X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নৌকার প্রার্থী ছাড়াই হচ্ছে ইউনিয়নটির নির্বাচন

দিনাজপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২১, ১৯:২১আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৯:২১

এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশিরভাগ স্থানেই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রতীক নৌকা। তবে ব্যতিক্রম শুধু দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়নে। এই ইউনিয়নে নেই নৌকার কোনও প্রার্থী। কারণ আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে কোনও প্রার্থীকে এ ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়নি।

বিনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে রবিবার (২৮ নভেম্বর)। উপজেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই ইউনিয়নে ১৬ হাজার ২৭২ জন ভোটার। এর মধ্যে পুরুষ আট হাজার ১৮৮ পুরুষ এবং নারী আট হাজার ৮৪ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন।

এর মধ্যে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম, চশমা প্রতীকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হামিদুর রহমান এবং আনারস প্রতীকে বিএনপির সমর্থক প্রার্থী হুমায়ুন কবির বাদশা।

সর্বশেষ এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল দলটির ইউনিয়ন সদস্য আব্দুর রউফ মিন্টুকে। তবে দলীয় মনোনয়ন না পেয়ে ওই নির্বাচনে
বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেন আওয়ামী লীগের দুই সদস্য শহিদুল ইসলাম ও হামিদুর রহমান। সেখানে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বিজয় লাভ করেছিলেন।

জানা গেছে, এবারের নির্বাচনে শহিদুল ইসলাম ও হামিদুর রহমান দুজনই দলের মনোনয়ন চেয়েছিলেন। তবে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। আর গতবার নৌকা প্রতীকে অংশগ্রহণ করা আব্দুর রউফ এবার মনোনয়ন চাননি।

গতবার নৌকা প্রতীকে নির্বাচন করা প্রার্থী আব্দুর রউফ বলেন, ‘গতবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। কিন্তু দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে দলীয় ব্যক্তি বিদ্রোহী প্রার্থী হওয়ায় নির্বাচনে হেরে যাই। এবারও আশঙ্কা ছিল যে, যদি দলীয় মনোনয়ন চাই তাহলে আবারও দলের অন্য কেউ বিদ্রোহী হিসেবে নির্বাচন করবে। তাই দলের মধ্যে বিভেদ না ছড়াতেই আমি নির্বাচনে প্রার্থী হইনি।’

এদিকে শহীদুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এলাকার মধ্যে আমার জনপ্রিয়তাও রয়েছে। গত নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছি। এবারও স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে আমি এবারে দলীয় মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি।’

দলীয় মনোনয়ন চেয়েছিলেন আরেক প্রার্থী হামিদুর রহমানও। তবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু বলেন, ‘গতবার যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল তিনি এবার মনোনয়ন চাননি। তবে গতবার যে দুজন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছিলেন তারা উভয়েই দলীয় মনোনয়ন চেয়েছিলেন। ওই নির্বাচনে দলের শৃঙ্খলা ভঙ্গ ও নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করে এবার ওই ইউনিয়নে দলীয় কাউকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করা হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে