X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের যাত্রাপুরে ব্যালট বাক্স ‘ছিনতাই’, সংঘর্ষ

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ১১:৩০আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১২:০২

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বিবদমান দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে ফাঁকাগুলিসহ রাবার বুলেট ছুড়েছে পুলিশ। অপর ঘটনায় একই ইউনিয়নের চর ভগবতীপুর এলাকার ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ‘ছিনতাইয়ের’ অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষের সমর্থকরা। ব‌্যালট বাক্স উদ্ধার করা সম্ভব না হওয়ায় সোমবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত ওই ইউ‌নিয়‌নের ফলাফল ঘোষণা ক‌রেননি রিটা‌র্নিং কর্মকর্তা।

কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ারসহ পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা সংঘর্ষ ও ব্যালট ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রাপুর ইউনিয়নের ঘণশ্যামপুরের মধ্য গারুহারা রাশেদিয়া কারিমিয়া কওমি মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট গণনা চলাকালে চেয়ারম্যান প্রার্থী দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ‘চার রাউন্ড’ ফাঁকা গুলি ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এ ঘটনায় উভয়পক্ষের ঠিক কতজন আহত হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

অপর ঘটনায় ইউনিয়নের ঝুনকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একটি ব্যালট বাক্স ‘ছিনতাইয়ের’ খবর পাওয়া গেছে। তবে অপর একটি সূত্র বলছে, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার পর বাক্সের ভেতরে থাকা ব্যালট পেপার ফেলে দিয়ে বাক্স রেখে পালিয়েছে দৃর্বত্তরা। ঘটনার পর ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেন। 

স্থানীয়রা জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র দুই প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী ) আব্দুল গফুর (আনারস প্রতীক) ও শাহজামাল সরকারের (ঘোড়ারগাড়ি প্রতীক) সমর্থকদের মধ্যে জয়-পরাজয়কে কেন্দ্র করে সংঘর্ষ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

যাত্রাপুর ইউনিয়নে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা জানান, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপদে রয়েছেন। ব্যালট বাক্স উদ্ধারসহ নির্বাচনি সামগ্রী নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ‘প্রকৃত ঘটনা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। কোন পক্ষ এটি ঘটিয়েছে তা উদঘাটনে তদন্ত চলছে।’

 

/টিটি/
সম্পর্কিত
২০০১ সালে আলোচিত সেই ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বর্জনকারীদের ‘অনুসারীরাও’ ভোটে, সহিংসতার শঙ্কা দেখছে না ইসি
২০২৩ সালে রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ১০ বাস পুড়েছে
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা