X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রংপুরের ৯ ইউপিতে হেরেছে নৌকা, নেপথ্যে কোন্দল ও বিদ্রোহী প্রার্থী

লিয়াকত আলী বাদল, রংপুর
২৯ নভেম্বর ২০২১, ২১:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৪৯

রংপুরের তিন উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের চেয়ে স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারী। দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর কারণে নৌকার প্রার্থীরা হেরেছেন বলে দাবি করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছেন চারটিতে। বাকি নয়টির মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র এবং একটিতে জাসদের (ইনু) প্রার্থী বিজয়ী হয়েছেন।

সবচেয়ে বিপর্যয় হয়েছে তারাগঞ্জ উপজেলায়। এই উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হাড়িয়াল কুঠি ইউনিয়নের চেয়ারম্যান প্রায় তিন হাজারের বেশি ভোটের ব্যবধানে জাসদ প্রার্থী কুমারেশ রায়ের কাছে হেরেছেন। উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থীরা পরাজিত হয়েছেন।

একইভাবে কাউনিয়া উপজেলার ছয় ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ এবং তিনটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

তৃণমূলের নেতাকর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগ প্রার্থীদের পরাজয়ের নেপথ্যে রয়েছে দলীয় কোন্দল, আর্থিক লেনদেন, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন না দেওয়া।

তারাগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে কুর্শা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফজালুল হক সরকার জয়ী হয়েছেন। বাকি চার ইউনিয়নের মধ্যে আলমপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী রবিউল ইসলাম রাসেল, ইকরচালি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ইদ্রিস আলী, কুঠি ইউনিয়নে জাসদের (ইনু) প্রার্থী কুমারেশ রায় ও সয়ার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এবাদত হোসেন বিজয়ী হয়েছেন।

অপরদিকে, সদর উপজেলার মমিনপুর ও খলেয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে মমিনপুরে মিনহাজুল আবেদিন ও খলেয়ায় মোত্তালেবুল হক জয়ী হয়েছেন। দুই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীরা তৃতীয় ও চতুর্থ হয়েছেন।

কাউনিয়া উপজেলার ছয় ইউনিয়নের মধ্যে বালাপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী আনসার আলী, সারাই ইউনিয়নে আশরাফুল ইসলাম ও শহীদবাগে আব্দুল হান্নান বিজয়ী হয়েছেন। পাশাপাশি টেপামধুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাশেদুল ইসলাম, হারাগাছে রাজু আহাম্মেদ ও কুর্শায় আব্দুল মজিদ বিজয়ী হয়েছেন।

তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়নি; হেরেছে অর্থের বিনিময়ে মনোনয়ন নেওয়া কয়েকজন প্রার্থী।

আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সালেন উদ্দিন ও বাবলু মিয়া জানান, কাউনিয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা নারীদের কাছে ভোট চাননি। ভোটারদের বাড়ি বাড়ি যাননি। জোর করে ভোট নেওয়ার পরিকল্পনায় ছিলেন। অপরদিকে বিদ্রোহী প্রার্থীরা ভোট চেয়েছেন, বাড়ি বাড়ি গেছেন। তার জন্য দলীয় নেতারাও কাজ করেছেন। এজন্য বিদ্রোহীরা জয়ী হয়েছেন। 

সদর উপজেলায় জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে জনবিচ্ছিন্নদের মনোনয়ন দেওয়ায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী কাজ করেছেন। এ জন্য নৌকার প্রার্থীরা হেরেছেন বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, তারাগঞ্জে আওয়ামী লীগের ফলাফল বিপর্যয় হয়েছে। কাউনিয়া ও সদর উপজেলাতেও ভালো ফলাফল হয়নি। আমরা কিছু অভিযোগ পেয়েছি। উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেননি। সবকিছু মিলিয়ে অভিযোগের তালিকা চাওয়া হয়েছে। পুরো ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
দিনাজপুরে ইউপি নির্বাচনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে