X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মৃদু শৈত্যপ্রবাহে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 

দিনাজপুর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩০

উত্তরের জেলা দিনাজপুরে গত ছয় দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বুধবার (২ ফেব্রুয়ারি) আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, ধীরে ধীরে তাপমাত্রার‌ বৃদ্ধির ফলে শীতের প্রকোপ থাকবে না। যদিও আগামী দুই-তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তখন আবার তাপমাত্রা কমে যেতে পারে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯০ শতাংশ; আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৭-৮ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। 

দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

জেলার পার্শ্ববর্তী নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৮; কুড়িগ্রামের রাজারহাটে ১০ দশমিক শূন্য; রংপুরে ১১ দশমিক ৫; ডিমলায় ১১ দশমিক শূন্য; নওগাঁয় ১০ দশমিক ৪; রাজশাহীতে ৯ দশমিক ৯; পাবনায় ১০ দশমিক ৫; যশোরে ১২ দশমিক শূন্য; চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৭; শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশিরভাগ স্থান থেকে দূর হয়েছে।  তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহ এখনও বিরাজ করছে। তবে শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমে বতর্মানে এটি এখন মৃদু আকারে বয়ে যাচ্ছে। আগামী দুই-তিন দিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বৃষ্টিপাত দিনাজপুরেও হতে পারে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। 

এদিকে জেলায় সকাল থেকে দেখা যায়নি সূর্যের মুখ। ঘন কুয়াশা না থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সড়ক-মহাসড়কগুলোতে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করছে। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। 

 

 

/টিটি/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা