X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার থেকে বান্ধবীসহ বিআরডিবি পরিদর্শক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৮

কুড়িগ্রামের উলিপুরে সরকারি কোয়ার্টার থেকে উপজেলা পল্লি উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক পরিদর্শককে বান্ধবীসহ আটক করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মুচলেকায় মুক্তি পান তারা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, অভিযুক্ত পরিদর্শকের নাম জাহিদ হাসান ডালিম। তিনি বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উলিপুর কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত। তিনি বিবাহিত। তার বান্ধবীও উলিপুরের একটি বেসরকারি দফতরে কাজ করেন। তিনিও বিবাহিত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে ওই নারীকে উপজেলা চত্বরে সরকারি কোয়ার্টারে নিয়ে আসেন জাহিদ। এরপর দীর্ঘক্ষণ তারা বাসায় অবস্থান করায় আশপাশের মানুষের সন্দেহ হয়। পরে লোকজন বাসার ভেতর গিয়ে তাদের অবস্থান নিশ্চিত হন। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাসার সামনে মানুষের ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে মুচলেকা নিয়ে ওই পরিদর্শক ও তার ‘বান্ধবীকে’ উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহিন মিয়ার জিম্মায় ছেড়ে দেন।

তবে ওই নারীকে নিজের বাল্যবন্ধু দাবি করে বিআরডিবি কর্মকর্তা ডালিম বলেন, ‘ওই নারী আমার বাল্যবন্ধু। দুপুরে আমার জন্য খাওয়া নিয়ে বাসায় এসেছিলেন। এ রকম পরিস্থিতি হবে আমি বুঝতে পারিনি।’

উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা শাহিন মিয়া বলেন, ‘বিষয়টি বিব্রতকর। অভিযুক্ত পরিদর্শক ওই নারীকে নিজের বাল্যবন্ধু দাবি করেছেন। তার স্ত্রীর সঙ্গে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে স্ত্রী বাড়িতে না থাকা অবস্থায় ওই নারীর বাসায় আসার বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা ও নারীকে বিআরডিবি উপজেলা কর্মকর্তা নিজ জিম্মায় নিয়েছেন। তিনি এ  বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।’

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া