পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দেবীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
পরেশ চন্দ্র বর্মন জানান, সয়াবিন তেলের বোতলের গায়ের দাম মুছে বেশি দামে বিক্রি করায় মেসার্স লাবনী স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আর ক্রয় রশিদ সংরক্ষণ না করে বেশি দামে তেল বিক্রির অপরাধে মায়ের দোয়া নামে একটি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসনের নির্দেশনায় জেলায় বাজার তদারকিমূলক অভিযান চালানো হচ্ছে।