X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেড়েছে মরিচের ঝাঁজ

হিলি প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৪:৫৩আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৪:৫৩

সরবরাহ কমার অজুহাতে চার দিনের ব্যবধানে আবারও দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। দু’দিন আগে প্রতিকেজি মরিচ ৬০ টাকা দরে বিক্রি হলেও তা বেড়ে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরায় একই পরিমাণ মরিচ কিনতে খরচ হচ্ছে ৯০-১০০ টাকা। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের মানুষ। এদিকে বাজারের ভারসাম্য ফেরাতে বন্দর দিয়ে মরিচ আনার প্রক্রিয়া শুরু করেছেন আমদানিকারকরা।

হিলি বাজারের ক্রেতা সবুজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন গত কয়েকদিন ধরে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছিল। কিন্তু কয়েকদিন না যেতেই মরিচের দাম ঊর্ধ্বমুখী। যে মরিচ কয়েকদিন আগেও ৬০ টাকায় কিনেছি, আজ তা ১০০ টাকা হয়েছে। এতে করে আমাদের মতো মানুষের বেড়েছে। দাম বাড়ার কারণে প্রয়োজনের চেয়ে এখন কম কিনছি। 

বিক্রেতা বিপ্লব শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, আবহাওয়া খারাপের কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। মৌসুম শেষ হওয়ার কারণে বাজারে মরিচের সরবরাহও কম, তাই দাম বাড়তির দিকে। এছাড়া বেশ কিছুদিন ধরে ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকার প্রভাবও বাজারে পড়েছে।

কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশীয় মরিচের দাম কম থাকায় ভারত থেকে আমদানি বন্ধ ছিল। সম্প্রতি দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমায় দাম ৮০ টাকায় উঠে গেছে। এমন অবস্থায় দেশে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে আমদানির জন্য ইতোমধ্যে এলসি খুলেছি, আগামী কিছুদিনের মধ্যে কাঁচামরিচ দেশে প্রবেশ করবে। আমদানি বাড়লে দাম কমে আসবে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
কমছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি
বাজারে শীতের সবজি, বিক্রি হচ্ছে চড়া মূল্যে
বাজারে শীতের সবজি এলেও কমছে না দাম
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা