X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাড়ে ১৪ ঘণ্টা পর দিনাজপুর থেকে যান চলাচল শুরু

দিনাজপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০২২, ১৭:০৯আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭:০৯

দাবি মেনে নেওয়ার আশ্বাসে দিনাজপুরে পরিবহন শ্রমিকদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার হয়েছে। সাড়ে ১৪ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার হওয়ায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় দিনাজপুর থেকে ঢাকাসহ সব রুটে যান চলাচল শুরু হয়। 

বুধবার (২০ এপ্রিল) রাতে সিএনজিচালিত অটোচালকের হাতে বাসের স্টাফ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে মারধর এবং অ্যাম্বুলেন্স চালকদের গ্রেফতারের প্রতিবাদে মির্জাপুর বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস ও ট্রাক রেখে অবরোধ করে কর্মসূচি পালন করা হয়। 

অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী। তিনি বলেন, যে সাত জন অ্যাম্বুলেন্স চালককে আটক করা হয়েছে তাদের জামিন দিয়ে দেওয়া হবে এবং শ্রমিক নেতাকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের আটক করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় আমরা অবরোপধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। রাস্তা খুলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 

দিনাজপুর থেকে সব রুটে যান চলাচল বন্ধ

উল্লেখ্য, বুধবার বিকালে দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা থেকে এক যাত্রীকে নামিয়ে বাসে উঠিয়ে নেন চালকের সহকারী। এ সময় অটোরিকশার চালকরা সহকারীকে মারধর করেন। ঘটনাটি সমাধানের জন্য বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ডাবলু এগিয়ে এলে তাকেও মারধর করে অটোরিকশা চালকরা। একই সময়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে পাঁচ অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশ। রোগী ও নিহতদের মরদেহ নিয়ে প্রতারণার অভিযোগে তাদেরকে আটক করা হয়। কিন্তু বিষয়টি সঠিক নয় দাবি করে বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কে অ্যাম্বুলেন্স রেখে অবরোধ করে অন্যান্য চালকরা। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের লাঠিচার্জ করে। এ সময় সেখান থেকে আরও দুই জন অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশ। পরিবহন শ্রমিক ও নেতাকে মারধর এবং সাত অ্যাম্বুলেন্স চালকের মুক্তির দাবিতে রাত ১টা থেকেই ধর্মঘটে যান পরিবহন শ্রমিকরা।

/টিটি/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা