X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কিছু সাংবাদিক টাকার বিনিময়ে নিউজ করে, অভিযোগ ভাইস চেয়ারম্যানের

দিনাজপুর প্রতিনিধি
২০ মে ২০২২, ২০:২৫আপডেট : ২০ মে ২০২২, ২০:২৯

কিছু সাংবাদিক টাকার লোভে নিউজ করে বলে অভিযোগ করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু। এ বিষয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সঙ্গে সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করায় মহিলা ভাইস চেয়ারম্যানের শাস্তি চেয়ে উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১০ জন সাংবাদিক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে চিরিরবন্দর উপজেলার দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মাহফুজুল ইসলাম আসাদ, যুগান্তরের প্রতিনিধি দয়াল চন্দ্র রায়, আজকের পত্রিকার প্রতিনিধি মানিক হোসেন, খোলা কাগজের প্রতিনিধি জামাল উদ্দিন, সকালের সময়ের প্রতিনিধি ভরত রায় প্রত্যয়সহ ১০ সাংবাদিক স্বাক্ষরিত একটি অভিযোগ কপি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে পাঠানো হয়। সেই সঙ্গে অভিযোগ কপির অনুলিপি দেওয়া হয় দিনাজপুর জেলা প্রশাসক, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দিনাজপুর প্রেসক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে।

অভিযোগ দায়েরের পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। লায়লা বানু বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকদের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ১৭ মে রাত রাত ৮টায় মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু নিজের ফেসবুক 'লায়লা মহিলা ভাইস চেয়ারম্যান' আইডি থেকে পোস্ট করেন, 'চিরিরবন্দরে কিছু ভণ্ড সাংবাদিক আছেন, যারা টাকার লোভে নিউজ করেন। যার টাকা পায় তার ছবি এবং নামে পোস্ট দেয়। এরা সাংবাদিক? প্রশ্ন রইল জাতির কাছে।'

স্থানীয় সাংবাদিকরা বলেন, তার এই পোস্ট সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার শামিল। তিনি বিভিন্ন সময়ে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন স্থানে কটূক্তি ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এই কারণে চিরিরবন্দর উপজেলার সাংবাদিকবৃন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সব কার্যক্রম প্রচার প্রচারণা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। অভিযোগপত্রে মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর শাস্তি ও ক্ষমা চাওয়ার দাবি জানান সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিক মাহফুজুল ইসলাম আসাদ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান এর আগেও সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের ভণ্ড বলা মানে হেয় প্রতিপন্ন করা। এই ঘটনায় তাকে ক্ষমা চাইতে হবে। সেই সঙ্গে তদন্তপূর্বক তার শাস্তির দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু বলেন, চিরিরবন্দরে এমন কিছু সাংবাদিক আছে যারা ক্যামেরা নিয়ে দৌড়ায়, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। টাকা নিয়ে কোনও একটি প্রোগ্রামের ছবি ও নিউজ কাভারের পর বিশেষ অতিথি এবং সভাপতিকে বাদ দিয়ে নিউজ-ছবি এডিট করে ফেসবুকে শেয়ার দেয়। এটা কি সাংবাদিকতার মধ্যে পড়ে। এটাই আমার প্রশ্ন। তাহলে এরা কারা? আমার কাছে হাজার প্রমাণ আছে। আমরা ঢাকায় মহিলা ভাইস চেয়ারম্যান ফোরামের প্রোগ্রাম করলাম। সেখানে হাতে হাতে ২০ হাজার টাকা দিয়েছি। সবাই এসে বলে, আপা আমি আপনার নিউজ করবো। পরে সবাই উধাও। আবার টাকা না দিলে নিউজও করে না।

/এফআর/
সম্পর্কিত
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
শিশু অধিকার বিষয়ে মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার
ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
মুক্তিযোদ্ধা চাচাকে হত্যা, ভাতিজার যাবজ্জীবন
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের সহযোগিতামূলক চুক্তি সই
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
চুয়েটের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসের চালক গ্রেফতার
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ফের পাকিস্তানের এক নম্বর বোলার শাহীন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…