X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অফিসে অনুপস্থিত থাকা সেই শিক্ষা কর্মকর্তাকে নোটিশ

হিলি প্রতিনিধি
০৮ জুন ২০২২, ২০:১২আপডেট : ০৮ জুন ২০২২, ২০:১২

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিকাংশ সময় অফিসে অনুপস্থিত থাকায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহান উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল।

গত ২ জুন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি বোরহান উদ্দিনকে জানানো হয়। পত্র পাওয়ার তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখন পর্যন্ত তিনি জবাব দেননি।

নোটিশে বলা হয়েছে, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অধিকাংশ সময় বিরতিহীনভাবে অফিসে অনুপস্থিত থাকেন বোরহান উদ্দিন। তার অনুপস্থিতির কারণে উপজেলার শিক্ষাব্যবস্থা পরিদর্শনের অভাবে শিক্ষার গুণগত মান ব্যাহত হচ্ছে। দায়িত্ব অবহেলার কারণে তাকে ইতোপূর্বে চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া সঠিক সময়ে তার উপজেলার কোনও তথ্য পাওয়া যায় না, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আচরণের পরিপন্থী। ইতোপূর্বে তাকে মৌখিক ও পত্রের মাধ্যমে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও পরিবর্তন হয়নি। মোবাইলফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।’

দিনাজপুর জেলা অফিসার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোরহান উদ্দিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগ রয়েছে। তাকে ইতোপূর্বেও চারটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সেইসঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র পাঠানো হয়েছিল। সম্প্রতি আবারও নতুন করে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জবাব চাওয়া হলেও এখনও জবাব দেননি। জবাব দিলে সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

 

/আরকে/এএম/
সম্পর্কিত
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা