X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফায়ার সার্ভিসের ৭ জন এসে উদ্ধার করলেন পাখিটি

দিনাজপুর প্রতিনিধি
২৩ জুন ২০২২, ২১:৫৯আপডেট : ২৩ জুন ২০২২, ২১:৫৯

গাছে ঝুলছে টসটসে কালো জাম। সেই জাম খেতে এসে সুতায় পা জড়িয়ে আটকে গিয়েছে একটি সারস পাখি। সকাল থেকেই পাখিটি জাম গাছের ডালে আটকে থাকা সুতা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু তার সব চেষ্টাই যেন বৃথা। একপর্যায়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে পড়ে। মাঝেমধ্যেই গা ঝাড়া দিয়ে চালাচ্ছে বাঁচার চেষ্টা। দিনভর পাখিটির এমন করুণ দশা চোখে পড়ে কিছু ব্যক্তির। তারা শেষ বিকালে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। অবশেষে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় পাখিটিকে উদ্ধার করে উড়িয়ে দেয় মুক্ত আকাশে।

বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় দিনাজপুর প্রেস ক্লাবের জাম গাছ থেকে পাখিটিকে উদ্ধার করা হয়। এর আগে ফায়ার সার্ভিসের সাত জন কর্মী প্রেস ক্লাবের জাম গাছের নিচে এসে মই দিয়ে দুজন গাছে ওঠেন। পরে জাম গাছের ডাল ভেঙে পাখিটিকে উদ্ধার করা হয়। একটি সামান্য পাখির ফায়ার সার্ভিসের সাত কর্মীর এই উদ্ধার তৎপরতায় উপস্থিত মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের ৭ জন এসে উদ্ধার করলেন পাখিটি

উপস্থিত সংবাদকর্মীরা জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের এমন মানবিকতায় স্থানীয় সবাই প্রশংসা করেছেন। একটি পাখির জন্য তারা প্রাণপন চেষ্টা করেছেন। পিচ্ছিল জাম গাছে ওঠে পাখিটিকে উদ্ধার করেছেন।

উদ্ধার কার্যক্রম শেষে দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সফিকুল ইসলাম বলেন, আমরা একটি ফোন কলের মাধ্যমে জানতে পারি, প্রেস ক্লাবের জাম গাছের ডালে একটি পাখি আটকে রয়েছে। পরে এসে ২০ মিনিটের চেষ্টায় পাখিটিকে উদ্ধার করতে সক্ষম হই। পাখিটির পায়ে একটি সুতা কোনোভাবে পেঁচিয়ে গিয়েছিল। সেই সুতা গাছের ডালে পেঁচিয়ে যাওয়ার কারণে আর উড়তে পারছিল না। পাখিটিকে উদ্ধার করে তার পায়ে পেঁচিয়ে থাকা সুতা কেটে দিয়ে আকাশে অবমুক্ত করা হয়েছে। পাখিটি এখন সুতা থেকে সম্পূর্ণ মুক্ত।

/এফআর/
সম্পর্কিত
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার
বেইলি রোডে বহুতল ভবনে আগুন
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের