X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাড়ছে তিস্তার পানি, বিলীনের পথে কমিউনিটি ক্লিনিক

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৬ জুন ২০২২, ২২:৪৭আপডেট : ২৬ জুন ২০২২, ২২:৪৭

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি দ্রুত হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবকটি নদননদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্গত এলাকার বেশিরভাগ বাড়িঘর থেকে পানি নেমে গেছে। উঁচু স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন।

রবিবার (২৬ জুন) থেকে আবারও তিস্তার পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এই নদীর ভাঙনে বিলীন হতে বসেছে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের একটি কমিউনিটি ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার সবকটি নদনদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সব নদীর পানি প্রবাহ হ্রাস পেতে শুরু করলেও তিস্তার পানি বাড়তে শুরু করেছে। রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়েছে। তবে এখনও পানি প্রবাহ বিপৎসীমার নিচে রয়েছে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের দুটি ওয়ার্ডে তিস্তার ভাঙনে গত দুই সপ্তাহে অন্তত ২৫টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙনে বিলীন হওয়ার পথে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকের একেবারে কিনারে ভাঙন চলে এসেছে। ভাঙন ঠেকাতে পাউবোর পক্ষ থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। বাধ্য হয়ে ক্লিনিকের আসবাবসহ দরজা জানালা খুলে নিচ্ছেন কর্তৃপক্ষ। চরাঞ্চলের বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার প্রথম আশ্রয়স্থল ক্লিনিকটি যেকোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে এমন আশঙ্কায় ক্লিনিক ভবন নিলামের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

গতিয়াশাম গ্রামের মোতাহার, নাছির ও আমেনাসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত বছর থেকে কমিউনিটি ক্লিনিকটি ভাঙনের হুমকিতে থাকলেও শুধু বালুর বস্তা ফেলা ছাড়া ক্লিনিক ভবন রক্ষায় কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ক্লিনিক বিলীন হয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন তারা।

তারা বলেন, ‘আমরা গরিব মানুষ। সরকার কমিউনিটি ক্লিনিক করি দিয়া আমাদের অনেক উপকার করেছে। কিন্তু এখন আমরা চিকিৎসার জন্য কোথায় যাবো?’

কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার আলতাফ বলেন, ‘ক্লিনিক ভবনের কিছু অংশের নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। যেকোনো সময় ভবনটি নদীগর্ভে চলে যাবে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভবনটি নিলামের ব্যবস্থা করা হয়েছে।’

ঘড়িয়ালডাঙা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক বলেন, ‘ইউনিয়নের ৫ ও ৮ নম্বর ওয়ার্ডে তিস্তার ভাঙন চলছে। কয়েকদিনে তিস্তার ভাঙনে ২৫-৩০ পরিবার বসতভিটা হারিয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিকটিকে আর রক্ষা যাচ্ছে না।’

ভাঙনের শিকার পরিবারগুলোকে খ্দ্যা সহায়তা দেওয়া হলেও তাদের পুনর্বাসনে এখনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান চেয়ারম্যান।

রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘ভাঙনের শিকার কমিউনিটি ক্লিনিক ভবনটি নিলামের ব্যবস্থা করা হয়েছে।’

গত দেড় দুই বছর থেকে ভাঙনের হুমকিতে থাকলেও ক্লিনিক ভবনটি রক্ষায় কেন স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমি ঢাকায় একটি মিটিংয়ে আছি। তাই এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিতে পারছি না।’

ভাঙনের কবলে থাকা ক্লিনিক ভবন নিলামের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, ‘ভবনটির একেবারে কাছে চলে এসেছে ভাঙন। আমরা নিলামের প্রক্রিয়া করে রেখেছি। শেষ রক্ষা না হলে কার্যাদেশ দেওয়া হবে।’

ক্লিনিক রক্ষায় আগে থেকে স্থায়ী কোনও পদক্ষেপ কেন নেওয়া হয়নি জানতে চাইলে ইউএনও বলেন, ‘স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা কোনও প্রকল্প পাইনি। শুধু জিও ব্যাগ ফেলা ছাড়া আরও কোনও কাজের অনুমতি পাইনি। গত বছর জিও ব্যাগ ফেলা হয়েছে। এবছরও ফেলা হয়েছে। তারপরও নদী ভাঙতে ভাঙতে একেবারে কাছে চলে এসেছে।’

ওই ওয়ার্ডের বাসিন্দাদের চিকিৎসাসেবার জন্য বিকল্প কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ‘আপাতত বিকল্প ব্যবস্থা নেই। তাদেরকে পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়ে সেবা নিতে হবে।’

 

/এএম/
সম্পর্কিত
অসময়ে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়, দুশ্চিন্তায় স্থানীয়রা
নদ থেকে অবৈধভাবে তোলা বালুতে পৌরসভার চত্বর তৈরি করছেন প্যানেল মেয়র
অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ