X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
রংপুরে ট্রাকচাপায় নিহত ৫

দুর্ঘটনার আগমুহূর্তে ট্রাকচালকের হাতে সিগারেট কানে মোবাইল

লিয়াকত আলী বাদল, রংপুর
০৫ জুলাই ২০২২, ১৮:০৬আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৮:১৬

এক হাতে সিগারেট অন্য হাতে মোবাইলে কথা বলছিলেন ট্রাকচালক। এ অবস্থায় দ্রুতগতিতে চালাচ্ছিলেন ট্রাক। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেন। এতে প্রাণ গেলো নারী-শিশুসহ পাঁচ জনের। আহত হয়েছেন আরও তিন জন।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগমুহূর্তে ট্রাকচালক মোবাইলে কথা বলছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন অটোরিকশাচালক রাজা মিয়া (৩০) ও জান্নাতুল মাওয়া (৫)। বাকি তিন জনের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলায় বলে জানিয়েছে পুলিশ। এক অসুস্থ আত্মীয়কে দেখতে রংপুর শহর থেকে অটোরিকশাযোগে আট জন পীরগাছায় যাচ্ছিলেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে অটোরিকশাযোগে রংপুর শহর থেকে পীরগাছায় যাচ্ছিলেন তারা। সরেয়ারতল এলাকায় রংপুরগামী মালবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারী ও অটোরিকশাচালক নিহত হন। এ সময় আহত হন ছয় জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ উদ্ধার করেন। আহত ছয় জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরও তিন জনের মৃত্যু হয়। আহত বাকি তিন জনের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আফছার আলী বলেন, ‘ট্রাকচালক এক হাতে সিগারেট ও অন্য হাতে মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। সিগারেট রাখা হাতে দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় অটোরিকশাকে চাপা দিলে দুমড়েমুচড়ে যায়। হাতে মোবাইল না থাকলে অটোরিকশাটিকে রক্ষা করতে পারতেন চালক।’

এদিকে, নিহত অটোরিকশাচালক রাজা মিয়ার স্বজন স্বপন আহমেদ কান্নায় ভেঙে পড়েন। ঘটনাস্থলে হাউমাউ করে কাঁদছিলেন তিনি। স্বপন বলেন, ‘চালক মোবাইলে কথা বলতে বলতে ট্রাক চালাচ্ছিলেন। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।’

আরও পড়ুন: অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৫ 

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দুই জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত ছয় জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। পরে শুনেছি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জন মারা গেছেন। এ নিয়ে দুর্ঘটনায় পাঁচ জন নিহত হলেন।’

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘অটোরিকশাচালক রাজা মিয়া ও পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়ার পরিচয় নিশ্চিত হতে পেরেছি। বাকি তিন জনের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

ওসি বলেন, ‌‘ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে আটক করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার আগমুহূর্তে মোবাইলে কথা বলছিলেন চালক।’

 

/এএম/
সম্পর্কিত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি