X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রেফতার হয়নি কৃষক হত্যার আসামিরা, সংবাদ সম্মেলনে কাঁদলেন মা-বাবা

রংপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ২০:৩৩আপডেট : ১৮ জুলাই ২০২২, ২০:৩৩

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের মালতলা ভবানীপুর গ্রামের কৃষক মজনু মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি সাইদুল ইসলাম ও সহযোগীদের দীর্ঘ সাত মাসেও গ্রেফতার করা হয়নি। আসামিরা নিহতের পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার।

সোমবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন নিহতের মা মনজিলা বেগম। এ সময় নিহতের বাবা আতিয়ার রহমানসহ স্বজনরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন তারা দুজনই কান্নায় ভেঙে পড়েন।

সংবাদ সম্মেলনে মনজিলা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে তিনি অভিযোগ করেন, গত বছরের ৭ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে তার ছেলে মজনু মিয়া মাঠে ছাগল বেঁধে ঘরে ফেরার পথে আসামি সাইদুল দলবল নিয়ে হামলা চালায়। সেখানে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পর দিন মা মনজিলা বেগম বাদী হয়ে মিঠাপকুর থানায় হত্যা মামলা করেন। সাত মাস পার হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন তারা।

তিনি দাবি করেন, মিঠাপুকুর থানা পুলিশ বলেছে প্রধান আসামি সাইদুল ভারতে পালিয়ে গেছে- সে কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে নিহতের মা মনজিলা বেগম অভিযোগ করেন, আসামি প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

তিনি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, তাদের সদিচ্ছার অভাবের কারণে আসামিরা গ্রেফতার হচ্ছে না। ওসি বলেছে, আসামিদের অনেক ক্ষতি হয়েছে এটা পুলিশের কোন বক্তব্য হতে পারে?- প্রশ্ন করেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে বলে, থানায় নিরাপত্তা চেয়ে জিডি করা হলেও পুলিশ পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান দাবি করেন, ‘মামলায় পাঁচ আসামির মধ্যে চার জন জামিনে আছে। প্রধান আসামি সাইদুলকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছে। কিন্তু সে সম্ভবত ভারতে পালিয়ে গেছে- এ জন্য গ্রেফতার করা যাচ্ছে না।’

/এফআর/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
ঘরে ঢুকে যুবককে হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!