X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

তিস্তার পানি ফের বিপৎসীমার ওপরে

নীলফামারী প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ১৭:১৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:১৭

ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ফের বেড়েছে। সোমবার (১ আগস্ট) ডালিয়া পয়েন্টের গেজ পাঠক (পানি পরিমাপক) নূরুল ইসলাম জানান, সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার (৫২.৬০) দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বেলা ৩টায় বিপৎসীমা অতিক্রম করে ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবহিত হচ্ছে। তিস্তা নদীর পানির ব্যবস্থাপনায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এদিকে ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর বাম তীরের চরখড়িবাড়ি এলাকার দেড় কিলোমিটার বালুর বাঁধের ১০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ওই বাঁধের ভেতর দিয়ে নদীর পানি চরে প্রবেশ করায় সেখানকার প্রায় দেড়শতাধিক বিঘা আমন ধানের জমি তলিয়ে গেছে। এছাড়া নদীর ডান তীরের প্রধান বাঁধ ঘেষে নদীর পানি প্রবাহিত হওয়ায় সেখানকার আমন ধানের ৫০ বিঘা জমিও তলিয়ে গেছে।

উপজেলার চরখড়িবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, নদীর বাম তীরে যে বালির বাঁধ রয়েছে তা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তৈরি হয়েছিল পাঁচ বছর আগে। ওই বাঁধ টিকিয়ে রাখার জন্য চেষ্টাও করা হয়। তবে বাঁধের পওর বোমা মেশিন বসিয়ে এলাকার কিছু প্রভাবশালী মানুষ পাথর ভাঙার কাজ করে। এতে বাঁধের ক্ষতি হয়। 

ভেন্ডাবাড়ি এলাকার জলিল মিয়া (৪৮) বলেন, ভাঙনে ভিটেমাটি সব বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে নদীর পানির স্রোত সব কিছু ভাসিয়ে নিয়ে গেলেও কিছুই করার নাই। 

একই এলাকার ভিটেমাটি আর ঘরবাড়ি হারিয়ে মনজিলা বেগম বলেন, আমার একটা ঘর ছাড়া আর কিছুই নিয়া আসতে পারি নাই। স্রোতে সব ভেসে গেছে।

এলাকাবাসীর অভিযোগ গত কয়েকদিন ধরে প্রভাবশালীরা ওই বালির বাঁধ ঘিরে বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় উজানের ঢলে আজ বাঁধটির ১০০ মিটার বিলীন হলো। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে বোমা মেশিন জব্দ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মঈনুল হক বলেন, উজানের ঢল ও নদীর পানি বামতী রে চাপ বেশি থাকায় বাঁধটির ক্ষতি হয়েছে। অপরদিকে, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলার ২২টি চরও প্লাবিত হতে শুরু করেছে।

পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, আমাদের এলাকার প্রায় ৭০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। টেপাখড়িবাড়ি এলাকায় সাড়ে তিনশ’ পরিবার, খালিশাচাঁপানি এলাকায় চারশ’, ঝুনাগাছ চাপানি এলাকার সাড়ে তিনশ’ পরিবারের বসতভিটা তলিয়ে গেছে। বিশেষ করে খালিশাচাঁপানি এলাকায় ব্যাপক ভাঙনও দেখা দিয়েছে। মানুষজনও আতঙ্কে রয়েছেন। 

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা বলেন, সকাল থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার (৫২.৬০) দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বেলা তিনটায় বিপৎসীমা অতিক্রম করে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

 

/টিটি/
সম্পর্কিত
তিস্তাসহ ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বাসদের তিন দিনের রোডমার্চ
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
তিস্তা নদী নিয়ে চীনের প্রস্তাব বিবেচনা করবে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা