X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রকাশ্যে ওষুধ ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি 
০৭ আগস্ট ২০২২, ১৫:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৬:২১

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌র থানা থে‌কে ২০০ গজ দূরে পৌর এলাকার মো‌ড়ে এক ওষুধ ব্যবসায়ী‌কে প্রকাশ্যে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছেন এক যুবক। শ‌নিবার (৬ আগস্ট) বিকাল সোয়া ৫টার দি‌কে থানা মো‌ড়ের গি‌নি ফা‌র্মেসির সাম‌নে এ ঘটনা ঘ‌টে। 

এরই মধ্যে কুপিয়ে জখমের একটি ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হ‌য়ে র‌বিবার (৭ আগস্ট) সকা‌লে উ‌লিপুর থানায় মামলা করে‌ছেন।

আহত আলমগীর হো‌সেন (৩০) উপ‌জেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়া‌র্ডের জোনাইডাঙা গ্রা‌মে‌র ইউসুফ আলীর ছে‌লে। পৌর এলাকার উ‌লিপুর থানা মো‌ড়ে হেলথ কেয়ার ফা‌র্মেসি না‌মে তার ওষু‌ষের দোকান র‌য়েছে। 

অ‌ভিযুক্ত যুব‌কের নাম মাসুম ওর‌ফে মাসুদ রানা (৩৫)। তিনি পৌর এলাকার ৫ নম্বর ওয়া‌র্ডের হায়াৎ খাঁ কুড়ারপাড় গ্রা‌মের আসাদ আলীর ছে‌লে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌নিবার বিকা‌লে আলমগীর ‌এক‌টি প্রেসক্রিপশনে লেখা ওষু‌ধের নাম বুঝে নেওয়ার জন্য তার পা‌শের গি‌নি ফার্মেসিতে যান। এ সময় মাসুম এক‌টি চাপা‌তি দি‌য়ে আলমগীর‌কে কু‌পি‌য়ে পা‌লি‌য়ে যান। স্থানীয়রা আলমগীর‌কে উদ্ধার ক‌রে উ‌লিপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। প‌রে তা‌কে উন্নত চি‌কিৎসার জন্য কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হয়। তি‌নি বর্তমা‌নে সেখা‌নে চি‌কিৎসাধীন। 

এদিকে, গি‌নি ফার্মেসির সিসিটিভি ফুটেজে ধারণ করা একটি ভি‌ডিও সামা‌জিক মাধ্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে। র‌বিবার সকা‌লে আহ‌তের স্ত্রী ফারজানা বেগম বাদী হ‌য়ে মাসুমের নাম উ‌ল্লেখ ও অজ্ঞাত দুই-তিন জ‌নের বিরু‌দ্ধে উ‌লিপুর থানায় মামলা ক‌রেন।

ফারজানা বেগম ব‌লেন, ‘যে ছে‌লে আমার স্বামী‌কে কু‌পি‌য়ে‌ছে তা‌কে আমরা চি‌নি না। তার সঙ্গে কোনও শত্রুতা কিংবা আ‌র্থিক লেন‌দেন নেই। ওই যুবক কেন আমার স্বামী‌কে এভা‌বে কু‌পি‌য়ে‌ছে, তা জা‌নি না। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী গি‌নি ফার্মেসির কর্মচারী দিপক কুমার ব‌লেন, ‘র‌বিবার বিকা‌লে আলমগীর এক‌টি প্রেসক্রিপশনে লেখা ওষু‌ধের নাম বুঝে নেওয়ার জন্য আমা‌দের দোকা‌নে আ‌সেন। এ সময় পেছন থে‌কে হঠাৎ এক‌ যুবক তা‌কে কু‌পি‌য়ে পা‌লি‌য়ে যান। ওই যুবক‌কে আমরা চিনি না।’

উ‌লিপুর থানার ও‌সি ইম‌তিয়াজ ক‌বির ব‌লেন, ‌‘এ ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। আসা‌মি‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে। প্রাথ‌মিক অনুসন্ধানে জানা গেছে আর্থিক লেন‌দেনের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে ব‌লে ধারণা করা হ‌চ্ছে।’

/এএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
যুক্তরাষ্ট্র থেকে কোটি টাকার মাদকের পার্সেল, আটক ৩
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক