X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুল মাঠে প্রকাশ্যে বসছে পশুর হাট, তবু প্রমাণ চান তদন্ত কর্মকর্তা

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২১ আগস্ট ২০২২, ১৬:২৫আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:২৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়। দুই স্কুলের যৌথ মাঠে ইজারার শর্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নিয়মিত পশুর হাট বসাচ্ছেন ইউনিয়নের খড়বাড়ী হাট ইজারাদার। এ নিয়ে স্থানীয় এক ব্যক্তি জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরে অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ থেকে উপজেলা প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি তদন্তকাজ শুরু করলেও স্কুল মাঠে পশুর হাট পরিচালনা বন্ধ করেননি ইজারাদার। প্রতি সপ্তাহে স্কুল মাঠে বসছে পশুর হাট।

শুক্রবার (১৯ আগস্ট) বড়ভিটা ইউনিয়নের খড়িবাড়ী হাটে গিয়ে দেখা যায়, রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যৌথ মাঠে গরু-ছাগলের হাট বসেছে। তবে ইজারাদার কৌশলে বিদ্যালয় ভবনের কাছে কাঠের দোকান বসিয়ে অদূরেই স্কুল মাঠেই পশুর হাট পরিচালনা করছেন। দুপুর থেকে হাট জমে ওঠায় মাঠের কোনও অংশই ফাঁকা ছিল না। ফলে শিশুদের খেলার পরিবর্তে মাঠে চলে পশু বিক্রি। অথচ মাঠে পশুর হাট বসানোর অভিযোগ তদন্তে উপজেলা প্রশাসন থেকে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গত জুলাই মাসে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি প্রায় একমাস ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে।

স্কুল মাঠে পশুর হাট বসানো নিয়ে অভিযোগকারী স্থানীয় বাসিন্দা ও অভিভাবক নুর ইসলাম বলেন, ‘স্কুল মাঠে নিয়মিত ও প্রকাশ্যে পশুর হাট বসলেও তদন্তকারী কর্মকর্তা আমার কাছে অভিযোগের প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছেন। উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় এবং রাবাইতারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে পশুর হাট পরিচালনা করা হচ্ছে। এতে শুধু ইজারার শর্ত নয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পরিবেশ নষ্ট করা হচ্ছে। অভিযোগ করায় এখন তদন্তের নামে আমাকে হয়রানির চেষ্টা চলছে। তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। আমিসহ স্কুলের সব অভিভাবকের দাবি, মাঠ থেকে পশুর হাট সরানো হোক।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় দুটির কয়েকজন শিক্ষক জানান, ইজারাদার রেদওয়ান শেখ লিংকন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান শেখের ভাতিজা। প্রধান শিক্ষকের মদতেই স্কুল মাঠে হাট বসানো হচ্ছে। এতে গরু-ছাগলের মল-মূত্রের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। গোবর ফেলে দিলেও মূত্র মাটিতে শুকিয়ে যাওয়া দুর্গন্ধ ছড়ায়। এছাড়া মাঠ নোংরা থাকায় ছেলেমেয়েরা স্কুলে এসে খেলাধুলা করতে পারে না।

কমিটি তদন্তকাজ শুরু করলেও স্কুল মাঠে পশুর হাট পরিচালনা বন্ধ করেননি ইজারাদার

এ বিষয়ে জানতে চাইলে রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাউর রহমান শেখ বলেন, ‌‘ইজারাদার আমার ভাতিজা। অনেক আগে থেকেই এই স্কুল মাঠে পশুর হাট বসে আসছে।’

এদিকে, রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা খাতুন ঝামেলায় পড়ার ভয়ে এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি বলেন, ‘আগেও এমন অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি। আমি কিছু বলে ঝামেলায় পড়তে চাই না। মাঠে পশুর হাটের কারণে সমস্যা হয় কিনা আপনারা সরেজমিন এসে দেখে যান।’

বিদ্যালয় মাঠে গরু ছাগলের হাট বসানোর বিষয়ে ইজারাদার রেদওয়ান শেখ লিংকন বলেন, ‘করোনাকালে হাটবাজার সম্প্রসারিত করতে বলায় স্কুল মাঠে হাট নেওয়া হয়েছে। এখন কর্তৃপক্ষ আমাদের সরিয়ে নিতে বললে আমরা নেবো।’

স্কুল মাঠে পশুর হাট বসানোর অভিযোগের তদন্তের দায়িত্বে থাকা ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি অভিযোগের তদন্ত করেছি। খুব শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’

স্কুল মাঠে প্রকাশ্যে পশুর হাট চললেও অভিযোগকারীর কাছে প্রমাণ চাওয়া কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে এই তদন্ত কর্মকর্তা বলেন, ‘ওই স্কুল মাঠে পশুর হাট বসে এটা সবাই জানে। ইউএনওসহ উপজেলার সবাই এ বিষয়ে অবগত। তারপরও আমাকে যেহেতু তদন্ত করতে বলা হয়েছে, আমি বিধি অনুযায়ী তদন্ত করে প্রতিবেদন জমা দেবো।’

এ বিষয়ে জানতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন দাসকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা