X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভাড়ায় ডেকে অটোরিকশাচালককে হত্যা, ২ ভাইয়ের ফাঁসির রায়

রংপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৯:০৫আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:০৫

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশাচালককে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩১ আগস্ট) বিকালে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক তারিক হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আসামিরা হলেন- সফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। তারা রংপুরের সদর উপজেলার গোকলপুর ধনিপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার নেকিরহাট গ্রামের আব্দুল হকের ছেলে অটোরিকশাচালক আবুল কালাম আজাদকে ২০১৬ সালের ২৪ আগস্ট গঙ্গাচড়া উপজেলার খলেয়া নামক স্থানের কথা বলে ভাড়া নেন চার যাত্রী। এরপর ওই এলাকার জনৈক ডা. নুর আলমের বাড়ির পাশে অটোরিকশাচালক অস্ত্রের মুখে ধান ক্ষেতে নিয়ে গিয়ে ছোরা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

নিহতের মা মোখলেসেনা বেগম বাদী হয়ে গঙ্গাচড়া থানায় মামলা করেন। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ সফিকুল ও সাইফুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আসামি হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। পরে দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান টফি জানান, সাক্ষ্য প্রমাণে বাদীপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। দুই আসামি গ্রেফতার হওয়ার পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। সাক্ষ্য-প্রমাণে খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুই আসামির ফাঁসির আদেশ প্রদান করায় রাষ্ট্রপক্ষ রায়ে সন্তুষ্ট। দুই আসামি গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়। এরপর থেকেই তারা পলাতক। গ্রেফতার হওয়ার দিন থেকে রায় কার্যকর করা হবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আলাউদ্দিন আলমগীর এই রায়ে সন্তুষ্ট নন। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

/এফআর/
সম্পর্কিত
জাপানে ৯ জনকে হত্যার দায়ে ‘টুইটার কিলার’-এর মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
চাঁদপুরে মাদ্রাসাছাত্র হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল