X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

পড়েছিল বঙ্গবন্ধুর ছবি, ফেসবুকে দিয়ে কারাগারে যুবক

দিনাজপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ২২:২৫আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২২:২৫

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিত্যক্ত টয়লেটের দরজার নিচে পড়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঁধাই করা একটি ছবি। ওই ছবি ফেসবুকে পোস্ট করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মশিউর রহমান নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর আগে সোমবার ‌(১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম।

মশিয়র রহমান (২২) দিনাজপুর আদর্শ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের আজগর আলীর ছেলে। দিনাজপুর শহরের লেবুরন মোড়ে থেকে পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সঙ্গেও জড়িত মশিয়র।

মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার বিকালে নিজের ফেসবুকে ওই ছবি পোস্ট করেন মশিয়র। পোস্টটি ছড়িয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, ‌‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিত্যক্ত টয়লেটের দরজায় জাতির জনকের ছবিটি রেখেছেন মশিয়র রহমান। সরকার ও জাতির পিতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়ানোর জন্যই এমন অপচেষ্টা করেছেন তিনি।’

মশিয়র রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের টয়লেটের দরজায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ছবি, বিষয়টি খুব দুঃখজনক।’

এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ‘ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২) ২৫(২) ২৯(১) ধারায় মামলা করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার। আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আলামত জব্দ করা হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী শামীম হোসাইন বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি ফেসবুকে দিয়ে অবমাননা করবে, আমাদের স্টাফরা তা দেখলে মামলা দেবে না কিংবা পুলিশকে জানাবে না—এটা হয় নাকি। বঙ্গবন্ধুকে অবমাননা করার অধিকার কারও নেই। টয়লেটের সামনে ছবি রেখে তা তুলে ফেসবুকে দেবে আর আমরা ব্যবস্থা নেবো না—তা হয় না। ছবিটি ওই জায়গায় পড়ে থাকলে কারও না কারও চোখে পড়তো। এতে বোঝা যায়, ছবিটি ওই ছেলে কিংবা অন্য কেউ রেখেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। আমি এ বিষয়ে আর কোনও কথা বলতে চাই না।’

/এএম/
সম্পর্কিত
আদালতে হাজির হয়ে ট্রাম্প বললেন, ‘এটি কেলেঙ্কারির বিচার’
ধর্ষণ মামলার পর বড় মনিরকে আ.লীগ থেকে অব্যাহতি
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা
সর্বশেষ খবর
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
রাতে নামছে বার্সা-পিএসজি
রাতে নামছে বার্সা-পিএসজি
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
জার্মানির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিকশিত করতে যে শর্ত দিলো চীন
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
স্থায়ী জামিন পেলেন না ড. ইউনূস
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি