X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো বৃদ্ধের, আটক ১

নীলফামারী প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১২:২৪আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১২:২৪

নীলফামারীর ডোমার উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে ইদ্রিস আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হাসিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ইদ্রিস আলী পূর্ব হরিণচড়া গ্রামের সপির উদ্দিনের ছেলে। হাসিকুল একই এলাকার আমির আলীর ছেলে। আহত হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস ও হাসিকুলের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ইদ্রিসের গাছ কাটাকে কেন্দ্র করে দুই জনের হাতাহাতি হয়। এক পর্যায়ে ইদ্রিসের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন হাসিকুল। এরপর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় হাসিকুলও আহত হয়েছেন।

হরিণচড়া ইউনিয়নের মাহবুব আলম বলেন, ‘সন্ধ্যার ৭টার দিকে খবর পাই, এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। শুনেছি হাসপাতালে নেওয়ার পর ইদ্রিসকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তপন কুমার রায় বলেন, ‘ইদ্রিস আলীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা শেষে সাড়ে ৬টার দিকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসিকুলকে নিয়ে আসা হয়েছিল। পরে তাকে রংপুর মেডিক্যালে স্থানান্তর করি।’

বুধবার সকালে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, আহত হাসিকুলকে আটক করে পুলিশ হেফাজতে রংপুরে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল থেকে থানায় নেওয়া হয়েছে। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ঘুম থেকে ডেকে মেম্বারকে কুপিয়ে হত্যা, মারধর করে দুজনকে পুলিশে সোপর্দ
৬ বছরের শিশুকে হত্যা, ১৪ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ
পূর্ব লন্ডনে ছেলের হাতে বাংলাদেশি মা খুন
সর্বশেষ খবর
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
পোশাক কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
ইউএসএআইডির অনুদান বাতিলের সিদ্ধান্তে মৃত্যুঝুঁকিতে দেড় কোটি মানুষ: গবেষণা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’