X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ডোমারে নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা বাবা-মা

নীলফামারী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ০৩:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৩:০৪

নীলফামারীর ডোমারে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বেরিয়ে মো. আরমান হোসেন (১২) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় ওই এলাকা থেকে নিখোঁজ হয় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ওই দিন রাতেই ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আরমানের বাবা আনজারুল হক।

আরমান উপজেলার সোনারায় ইউনিয়নের ফার্মহাট এলাকার আনজারুল হক ও মাতা আম্বিয়ার ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ১২ নভেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর পেরিয়ে বিকেল ও রাত হলেও বাড়ি ফিরে না আসায় পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করা হয়। এরপর কোনও সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আরমানের ফুপাতো ভাই র্মোশেদ বলেন, ‘মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজ করেও না পেয়ে তার বাবা থানায় জিডি করেন। আমরা ফেসবুকে পোস্ট ও মাইকিং করে তার খোঁজ পাওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ ছোট ভাই আরমানকে খুঁজে দিন।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ উন নবী বলেন, শিশুটির খোঁজে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। সব থানায় তার নিখোঁজের তথ্য দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারব।’

আরমান ফার্মের হাট কৈগিলা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার নাজেরা শাখার শিক্ষার্থী। গায়ের রং শ্যামলা, চুল কালো ছোট ও উচ্চতায় ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল খয়েরি গেঞ্জি ও বেগুনি রঙের পাজামা।

কেউ আরমানের সন্ধান পেলে তার বাবা আনজারুলের ০১৭২৭৯১৯৮২০ নম্বরে অথবা ডোমার থানার ০১৩২০১৩৫৪৮০ নম্বরে খবর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ঢাকা ও ময়মনসিংহে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!