X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বৈশ্বিক কারণে জিনিসপত্রের দাম বেড়েছে, সামনে পরিস্থিতি আর খারাপ হবে না’

রংপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ২০:১৮

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম খুব বেশি বাড়েনি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৈশ্বিক পরিস্থিতির কারণে বেড়েছে। ডলারের বিপরীতে আমাদের টাকার ডি-ভ্যালু হয়েছে। আমরা চেষ্টা করছি, সবকিছু স্বাভাবিক রাখতে। এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দিচ্ছি। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের অবস্থা খারাপ নয়, ভালোই আছি। তবে জিনিসপত্রের দাম নিয়ে সামনে পরিস্থিতি আর খারাপ হবে না।’

রবিবার (০৪ ডিসেম্বর) বিকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সরাসরি রংপুর সার্কিট হাউজে যান মন্ত্রী।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন রমজানের জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে এলসি খোলার বিষয়ে কথা হয়েছে। তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

নয়া পল্টনে বিএনপির সমাবেশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি পল্টন ময়দানে সমাবেশ করবে বলে গোঁ ধরেছে। অপেক্ষা করেন তারা কি করতে পারে দেখা যাক। শুধু মুখে বললে তো হবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তাদের আন্দোলনের বিষয়ে আমার কোনও কথা নেই।’

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার বিপক্ষে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, বিষয়টি দলের জন্য বিব্রতকর কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। দলের মনোনয়ন না পাওয়ায় কারও কষ্ট থাকতে পারে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের এখনও সময় আছে। আপনারা বাইরে থেকে যা দেখছেন তা ঠিক নয়। দলের সবাই আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পক্ষেই থাকবে। সবাই একসঙ্গে কাজ করবে।’

রংপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের বিষয় নিয়ে অনেক প্রার্থী ও ভোটারের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ইভিএম তো আধুনিক যন্ত্র। এটি প্রয়োগ করা দরকার।’

রংপুর সার্কিট হাউজে মন্ত্রী পৌঁছালে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
যে কারণে গরুর মাংসের দাম বাড়ালেন খলিল-নয়ন-উজ্জ্বল
বাজার স্থিতিশীল রাখতে সরবরাহ ব্যবস্থাকে অদৃশ্য হাতের প্রভাবমুক্ত চায় এফবিসিসিআই
বাজারের চেয়েও সুপারশপে কমদামে মিলবে চিনিসহ ১০ নিত্যপণ্য
সর্বশেষ খবর
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে বাজার কমিটির সহযোগিতা চায় এফবিসিসিআই
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে