X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাটকীয়তার পর থানা ছাড়লেন ওসি জাকির

রংপুর প্রতিনিধি
১২ মে ২০২৩, ১৮:২১আপডেট : ১২ মে ২০২৩, ১৮:২১

নানান নাটকীয়তার পর রংপুরের পীরগঞ্জ থানা ছেড়েছেন প্রত্যাহার হওয়া ওসি জাকির হোসেন। নির্বাচন কমিশন ছাড়পত্র দেওয়ার পর বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় দায়িত্ব হস্তান্তর করে থানা ত্যাগ করলেন।

জানা গেছে, থানায় নিজ কক্ষে বসে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ওসি জাকির হোসেনের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নজরে এলে ডি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির কাছে তিন বালু ব্যবসায়ী ওসিকে ঘুষ দেওয়ার বিষয়ে লিখিত জবানবন্দি দেন। তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার পর গত ২৪ এপ্রিল তাকে থানা থেকে প্রত্যাহার করে রংপুর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

অভিযোগ আছে, ওসি আদেশটি বাতিল করার জন্য নানাভাবে সরকারি দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে স্থগিত করার তদবির করতে থাকেন। শুধু তাই নয়, তার প্রত্যাহার ঠেকাতে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করান। আবার যারা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করান ওসি।

সাক্ষ্য দেওয়া উজ্জল অভিযোগ করেন, নতুন করে ওসির পক্ষে সাক্ষ্য না দিলে ক্রসফায়ারে হত্যার হুমকি দেন। সেই সঙ্গে আরও ১০ মামলা দিয়ে জীবন নষ্ট করে দেবেন। এ ঘটনা সাক্ষ্য দেওয়া ব্যক্তিরা পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন।

এদিকে, পীরগঞ্জ উপজেলার একটি ওয়ার্ডে আগামী ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেটির অজুহাত দেখিয়েও প্রত্যাহারের আদেশ ঠেকানোর চেষ্টা চালান ওসি। এই অবস্থায় জেলা পুলিশের পক্ষ থেকে নির্বাচন কমিশনে উপনির্বাচনের আগেই তাকে পীরগঞ্জ থেকে প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। সেই চিঠি নির্বাচন কমিশন পাওয়ার পর বুধবার রাতে তাকে প্রত্যাহার করার ছাড়পত্র দেওয়া হয়।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) ইফতেখায়ের আলম বলেন, নির্বাচন কমিশন থেকে ছাড়পত্র পাওয়া গেছে। বৃহস্পতিবার ওসি দায়িত্ব হস্তান্তর করে থানা ছেড়েছে।

পীরগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, নির্বাচন কমিশনের ছাড়পত্র আসার পর ওসি (তদন্ত) মাহবুবের কাছে দায়িত্ব হস্তান্তর করে সন্ধ্যায় পীরগজ্ঞ ত্যাগ করেছেন জাকির হোসেন।

/এফআর/
সম্পর্কিত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
সর্বশেষ খবর
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি