X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়, স্বজনদের কাছ থেকে দেখতে না পারার আক্ষেপ

হিলি প্রতিনিধি
৩০ জুন ২০২৩, ২১:৩৪আপডেট : ৩০ জুন ২০২৩, ২১:৪১

ঈদের পরদিন দিনাজপুরের হিলি সীমান্তে দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ করা গেছে। কেউ এসেছেন সীমান্ত এলাকা ঘুরে দেখতে, আবার কেউ এসেছেন প্রতিবেশী দেশ ভারতে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে। সীমান্তের দুই পাশের মানুষ কাছাকাছি যেতে না পারায় কিছুটা আক্ষেপ থাকলেও দূর থেকে দেখে খুশি তারা।

প্রতি বছরই ঈদসহ বিভিন্ন উৎসবে হিলি সীমান্ত এলাকায় দর্শনার্থীদের বেশ ভিড় লক্ষ করা যায়। তবে এবারে ঈদের দিন সারাদিনই থেমে থেমে বৃষ্টি হওয়ায় সীমান্ত এলাকায় দর্শনার্থীদের খুব একটা দেখা যায়নি। তবে ঈদের পর দিন বৃষ্টি না থাকায় দর্শনার্থীরা এসেছেন।

শুক্রবার (৩০ জুন) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন যানবাহনযোগে দর্শনার্থীরা আসেন। সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে দাঁড়িয়ে কেউ সীমান্ত দেখছেন আবার কেউ সীমান্তের কাছাকাছি রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলছেন। আবার কেউ দূর থেকেই সীমান্তের ওপারে থাকা স্বজনদের সঙ্গে হাত নেড়ে মনের ভাব প্রকাশ করছেন। 

ঝালকাঠী থেকে হিলি সীমান্ত দেখতে আসা মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের বাসা অনেক দূরে। বাড়ির পাশে সীমান্ত এলাকা নেই। তো ঈদের ছুটিতে হিলির পাশে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। সেখান থেকে আজ হিলি সীমান্ত এলাকা দেখতে এসেছি। হিলি সীমান্ত দেখতে পেরে খুব ভালো লাগলো।’

হিলি সীমান্তে দর্শনার্থীদের ভিড়

নবাবগঞ্জ থেকে আসা নাজমুল হোসেন বলেন, ‘আমার বোন-ভগ্নিপতি সবাই থাকে ভারতে। তাই ঈদের ছুটিতে তাদের সঙ্গে দেখা করতেই পরিবার নিয়ে হিলি সীমান্তে এসেছি। ঈদের সময় দেখা করার সুযোগ দেয়। সে কারণেই এসেছিলাম। যেহেতু তারাও দীর্ঘদিন এ দেশে আসতে পারেনি তেমনি আমরাও যেতে না পারায় দেখা হয়নি। মনে করেছিলাম ঈদের এই সময়ে হয়তো কাছ থেকে দেখতে পারবো, কিন্তু বিজিবি সীমান্তের শূন্যরেখায় যাওয়ার অনুমতি না দেওয়ায় তারা ওপারের সীমান্তে অপেক্ষা করছে। আর আমরা এপারের সীমান্তে দাঁড়িয়ে তাদের দেখছি। বাধ্য হয়ে এপারে দাঁড়িয়েই হাত নেড়ে মনের ভাব আদান-প্রদান করেছি।’

ঘোড়াঘাট থেকে আসা পুষ্পা রানী বলেন, ‘বাবার বাড়ি ভারতে আর আমার বিয়ে হয়েছে ঘোড়াঘাটে। কিন্তু পাসপোর্ট-ভিসাসহ নানা জটিলতায় সব সময় আমরাও যেমন যেতে পারি না তারাও আমাদের দেখতে আসতে পারেন না। ঈদের সময় সীমান্তে দেখা করতে দেয় বলে শুনেছিলাম। আমাদের মতো বাবা-মাও এসেছিলেন। কিন্তু অনুমতি না মেলায় সীমান্তের দুই পাশে কিছু সময় দাঁড়িয়ে তাদের দেখেছি। যদি একটু সুযোগ দিত কাছাকাছি যাওয়ার, তাদের সঙ্গে দেখা করার তাহলে খুব ভালো হতো। অনেকদিন ধরে না দেখার কষ্টটা কম হতো।’

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী বলেন, ‘প্রতি বছরই ঈদসহ বিভিন্ন উৎসবে সীমান্ত এলাকা দেখতে দর্শনার্থীরা ভিড় করেন। তবে এবারে ঈদের দিনে বৃষ্টিপাত হওয়ায় গতকাল তেমন একটা দর্শনার্থী ছিল না। আজ সকাল থেকেই দর্শনার্থীদের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে। তারা সীমান্তের পাশে রেললাইনে দাঁড়িয়ে থেকে সীমান্ত এলাকা দেখছেন, কেউ ছবি তুলছেন। তবে অনুমতি না থাকায় সীমান্তের শূন্যরেখায় তাদের মিলিত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।’

/আরআর/
সম্পর্কিত
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে হাকিমপুর উপজেলায় রাজের জয়
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
নিষেধাজ্ঞা তুললেও ভারত থেকে পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা
সর্বশেষ খবর
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
ঘটনার তদন্তে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হলেন পুলিশ কর্মকর্তা
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
পাঞ্জাবের বিদায়, টিকে রইলো বেঙ্গালুরু
প্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবপ্রথম দিন: বৃষ্টিস্নাত সন্ধ্যায় রবির গান আর দুই কিংবদন্তিকে স্মরণ
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
যেভাবে খালাস পেয়ে যাচ্ছে দুর্ধর্ষ আসামিরা
সর্বাধিক পঠিত
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত পাইলটের মৃত্যু
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা