X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ওভারটেক করতে গিয়ে দুই বাস ও ট্রাকের সংঘর্ষ, সন্তানসহ প্রাণ গেলো দম্পতির 

রংপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০২৩, ১৬:৪৮আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১৭:২৭

রংপুরের পীরগঞ্জের বোর্ডেরহাট নামক স্থানে রংপুর-ঢাকা মহাসড়কে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একই এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান।

পুলিশ জানিয়েছে, দুপুর সোয়া ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের বোর্ডের হাট নামক স্থানে কুড়িগ্রামের উলিপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের সঙ্গে বগুড়া থেকে কুড়িগ্রামগামী অনিন্দ্য পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অনিন্দ্য পরিবহনের বাসটি রাস্তার পাশে একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে দুই বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে মহাসড়কের পাশের খাদে পড়ে।

এতে একই আল আমিন (৩৫) ও তার পাঁচ বছর বয়সী সন্তান মাহিন ঘটনাস্থলেই মারা যান। তাদের বাড়ি পীরগঞ্জ উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামে। গুরুতর আহত হন আল আমিনের স্ত্রী মিতালী বেগম সহ অন্তত ২৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মিতালী মারা যান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, নিহত তিন জনই পীরগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ আজিজুর রহমানের ছেলে, পুত্রবধূ ও নাতি। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রতন শর্মা জানান, দুই যাত্রীবাহী বাস একে অপরকে সাইড দেওয়া নিয়ে প্রতিযোগিতা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ট্রাককে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত হয়। নিহত ও আহতদের উদ্ধার করে নিজেদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠিয়েছি।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মজিবর রহমান জানান, বাস দুটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারকে পালিয়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি