X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে ব্যাংক কর্মকর্তা নিহত, স্ত্রী-সন্তান আহত

রংপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৯:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:০৯

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও দুই কন্যাশিশু এবং অ্যাম্বুলেন্সচালক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পলাশ ব‍্যানার্জি (৪০) গ্রামীণ ব্যাংকের গাইবান্ধা জেলার ধাপেরহাট (পলাশবাড়ী) শাখার ম্যানেজার ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। পরিবার নিয়ে পলাশবাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পলাশ ব্যানার্জি। দুপুরে তাকে পলাশবাড়ী থেকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন স্ত্রী ও দুই সন্তান। জায়গীরহাটের এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেড এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে আসা কাভার্ডভ্যান একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। সেইসঙ্গে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জি নিহত হন। এ সময় তার স্ত্রী, দুই কন্যাশিশু এবং অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন। আহতদের প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছেন

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মো. শওকত আলী বলেন, ‘আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।’

বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি সোলাইমান শেখ বলেন, ‘একজনের লাশ এবং আহত চার জনকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি আমরা। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই অ্যাম্বুলেন্সে ছিলেন অসুস্থ ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান এবং চালক। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্ত্রী, দুই সন্তান এবং অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, বেপরোয়া গতিতে কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন চালক। ওই অবস্থায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সকে চাপা দেয়। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া