X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে ব্যাংক কর্মকর্তা নিহত, স্ত্রী-সন্তান আহত

রংপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৩, ১৯:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৯:০৯

রংপুরের মিঠাপুকুর উপজেলায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও দুই কন্যাশিশু এবং অ্যাম্বুলেন্সচালক। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত পলাশ ব‍্যানার্জি (৪০) গ্রামীণ ব্যাংকের গাইবান্ধা জেলার ধাপেরহাট (পলাশবাড়ী) শাখার ম্যানেজার ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। পরিবার নিয়ে পলাশবাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পলাশ ব্যানার্জি। দুপুরে তাকে পলাশবাড়ী থেকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন স্ত্রী ও দুই সন্তান। জায়গীরহাটের এসএ অ্যাগ্রো ফিডস লিমিটেড এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে আসা কাভার্ডভ্যান একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায়। সেইসঙ্গে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পলাশ ব্যানার্জি নিহত হন। এ সময় তার স্ত্রী, দুই কন্যাশিশু এবং অ্যাম্বুলেন্সচালক গুরুতর আহত হন। আহতদের প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছেন

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক মো. শওকত আলী বলেন, ‘আহত চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।’

বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি সোলাইমান শেখ বলেন, ‘একজনের লাশ এবং আহত চার জনকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি আমরা। কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘ওই অ্যাম্বুলেন্সে ছিলেন অসুস্থ ব্যাংক কর্মকর্তা, তার স্ত্রী ও দুই সন্তান এবং চালক। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। তার স্ত্রী, দুই সন্তান এবং অ্যাম্বুলেন্সচালক আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জেনেছি, বেপরোয়া গতিতে কাভার্ডভ্যানটি চালাচ্ছিলেন চালক। ওই অবস্থায় একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সকে চাপা দেয়। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
খুলনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
গোপালগঞ্জে ভ্যান চুরির মীমাংসা করতে বসে উল্টো সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট