X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রার্থীদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেবো’

রংপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৯

রংপুর-৩ (সদর-সিটি একাংশ) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘প্রায় সবকটি আসনে আওয়ামী লীগ একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। তারা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচন করছেন। এসব প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করছেন, নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। তবে এসবে আমরা পরোয়া করি না। আমাদের প্রার্থীদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেবো।’

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে রংপুর-৫ আসনের জাপার প্রার্থী আনিসুর রহমানের জন্য লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মিঠাপুকুর উপজেলায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘কারও হুমকি-ধমকি ও চোখ রাঙানোকে ভয় করবেন না। নির্বাচনে লাঙ্গলের প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ গত ১৫ বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছে। এজন্য এবার জাতীয় পার্টির প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।’

জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, সেজন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে আমরা নেই উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছি।’

রংপুর-৫ আসনের জাপার প্রার্থী আনিসুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমাদের দলের প্রার্থীর লাঙ্গল প্রতীকে আপনারা ভোট দিন।’ 

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা এবং স্থানীয় জাপা নেতা আব্দুল হালিম প্রমুখ।

বিকাল ৫টার দিকে রংপুর-৬ আসনের জাপা প্রার্থী নুর আলমের সমর্থনে পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকার পথসভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান। এখানেও জাপা প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

/এএম/
সম্পর্কিত
পরাজয় ঢাকতে অভিযোগ তুলছে বিএনপিনির্বাচনে অংশ নিতে জাপার ওপর চাপ ছিল: জি এম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
সর্বশেষ খবর
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ