X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে, প্রার্থীদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেবো’

রংপুর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৯

রংপুর-৩ (সদর-সিটি একাংশ) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘প্রায় সবকটি আসনে আওয়ামী লীগ একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। তারা ভিন্ন ভিন্ন প্রতীকে নির্বাচন করছেন। এসব প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানি করছেন, নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। তবে এসবে আমরা পরোয়া করি না। আমাদের প্রার্থীদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেবো।’

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে রংপুর-৫ আসনের জাপার প্রার্থী আনিসুর রহমানের জন্য লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে মিঠাপুকুর উপজেলায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘কারও হুমকি-ধমকি ও চোখ রাঙানোকে ভয় করবেন না। নির্বাচনে লাঙ্গলের প্রার্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ গত ১৫ বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেছে। এজন্য এবার জাতীয় পার্টির প্রার্থীদের ভোট দেবেন ভোটাররা।’

জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, সেজন্য জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে আমরা নেই উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন করছি।’

রংপুর-৫ আসনের জাপার প্রার্থী আনিসুর রহমানকে পরিচয় করিয়ে দিয়ে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমাদের দলের প্রার্থীর লাঙ্গল প্রতীকে আপনারা ভোট দিন।’ 

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা এবং স্থানীয় জাপা নেতা আব্দুল হালিম প্রমুখ।

বিকাল ৫টার দিকে রংপুর-৬ আসনের জাপা প্রার্থী নুর আলমের সমর্থনে পীরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকার পথসভায় বক্তব্য দেন জাপা চেয়ারম্যান। এখানেও জাপা প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

/এএম/
সম্পর্কিত
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
অচিরেই দেশের সব ইসলামী শক্তির মধ্যে সমঝোতা হতে যাচ্ছে: জামায়াত সেক্রেটারি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন