X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শৈত্যপ্রবাহের কারণে নীলফামারীতে দুই দিন স্কুল বন্ধ ঘোষণা

নীলফামারী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬

নীলফামারীতে তাপমাত্রা ওঠানামা করায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ও সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাতাসের আর্দ্রতা রয়েছে ৯৫ শতাংশ।

তবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ও সর্বোচ্চ ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এতে একদিনের ব্যবধানে তাপমাত্রা শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হয়েছে। তাপমাত্রার এমন ওঠানামায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে নীলফামারী জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সাময়িক পাঠদান বন্ধে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ।

জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার ওঠানামা ও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় বিদ্যালয়গামী শিশুরা পড়েছে বিপাকে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে ২৪ দিনের মধ্যে ৭ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত ২ থেকে ৪ জানুয়ারি জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন বিরতি দিয়ে ফের ১৩ জানুয়ারি ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি, পরে ২২ জানুয়ারি ৮ দশমিক ৮, ২৩ জানুয়ারি ৮ দশমিক ৬ ও আজ ২৪ জানুয়ারি ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নীলফামারী জেলায় মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সৈয়দপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ২৩ ও ২৪ তারিখ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা বিরাজ করায় সকল বিদ্যালয় বুধবার ও বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সর্বশেষ খবর
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড