X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বাড়ছে তাপমাত্রা, ফেব্রুয়ারির মাঝামাঝিতে কমবে শীতের আমেজ

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৪

উত্তরের নদ-নদীবিধৌত জেলা কুড়িগ্রামে শীতের তীব্রতা কমতে শুরু করেছে। রাত ও দিনের তাপমাত্রা বাড়তে থাকায় মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। প্রকৃতিতেও যেন প্রাণের সঞ্চার হচ্ছে। পাতাঝরা গাছপালায় নতুন কুঁড়ি আসতে শুরু করেছে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীতের বিদায় যাত্রা শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার জানায়, গত তিন দিন ধরে জেলায় দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। বুধবার জেলায় দিনের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ১২ দশমিক ৭ ডিগ্রি এবং ২৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। জেলায় শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস নেই।

পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী দুই-একদিনের মধ্যে রংপুর বিভাগের কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীতের আমেজ কমতে শুরু করবে।’

এদিকে, শীতের তীব্রতা কমায় জেলার বাসিন্দাদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কৃষকরা মাঠে স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। বোরো মৌসুমে জেলাজুড়ে ধানের চারা রোপণের ধুম পড়েছে। মানুষ দিনের বেলা শীতের কাপড় ছাড়াই বের হতে শুরু করেছে। প্রকৃতিতে উষ্ণতা ফিরে আসায় খালবিলে জমে থাকা পানিতে মাছ শিকারে নামছেন কেউ কেউ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার উলিপুরের তবকপুরের একটি বিলের পানিতে নেমে মাছ ধরছিলেন বছির উদ্দিন। আবহাওয়ার উষ্ণতায় তিনি জড়তা ছাড়াই মাছ শিকার করছিলেন। বছির বলেন, ‘ঠান্ডা কমছে। কয়দিন ঘর থাকি বের হওয়া যায় নাই। এলা মানুষ মনে হয় হাত-পাও ছাড়ি দিয়া (হাত-পা ছেড়ে দিয়ে) বের হবার লাগছে। হামরাও পানিত নামছি যদি কিছু মাছ পাওয়া যায়!’

এদিকে শীতের তীব্রতা কমলেও জেলায় শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে জেলার চরাঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চলছে।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, চলমান শীতে জেলায় প্রায় ৭০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও খাদ্য সহায়তা হিসেবে প্রায় ১৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি 
রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্দরে ৩ নম্বর সতর্কতা
সর্বশেষ খবর
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের পদত্যাগ
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হোলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের