X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শঙ্কা মাথায় নিয়ে বোরো চাষ, সবজিতে ঝুঁকছেন অনেকে

নীলফামারী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৬

নীলফামারীতে গত কয়েক বছর ধরে আমন মৌসুমে কৃষকরা সরকারের দেওয়া বাজারমূল্য না পেয়ে বিঘাপ্রতি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত লোকসান করেছে। এই লোকসান কেটে উঠতে না উঠতেই আবার বোরো ধান রোপণ করতে হচ্ছে। গত দুই সপ্তাহ থেকে জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান রোপণ শুরু করেছে কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি মৌসুমে ৮১ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মাঠে নেমেছে কৃষি বিভাগ। তবে এখন পর্যন্ত অর্জিত জমির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৪ হেক্টর। এ ছাড়াও উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ লাখ এক হাজার ৩৯৭ মেট্রিক টন।

জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিণ জোড়াবাড়ী গ্রামের কৃষক রাজু মিয়া (৪৫) জানান, গত কয়েক বছর ধরে নানারকম দুর্যোগে আমন চাষে লোকসান হয়ে আসছে। এ ছাড়া বাজারে ধানের মূল্য ওঠানামার কারণে চরমভাবে লোকসান গুনতে হয় আমন আবাদে। এরপরেও কৃষক চলতি মৌসুমে আমনের ক্ষতি পুষিয়ে নিতে লাভের আশায় কোমর বেঁধে বোরোর আবাদ শুরু করেছে।’

একই এলাকার কৃষক হামিদার রহমান (৬২) জানান, মৌসুমের সময় সরকারের নির্ধারিত দামে কৃষক ধান বিক্রি করতে না পারায় বিঘাপ্রতি প্রায় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। অপরদিকে, মধ্যস্বত্বভোগীরা কৃষকের থেকে দ্বিগুণ লাভবান হয়। এটি দেখার কেউ নেই।

জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দুর্বাছড়ি গ্রামের কৃষক রুবেল সরকার (৩৫) বলেন, ‘পারিবারিকভাবে আমাদের প্রধান পেশা কৃষি। আমাদের জীবিকার পথ। বিশেষ করে ধান আবাদ না করলে উচ্চমূল্যে চাল কিনে খেতে হয়। এতে কৃষক আরও ক্ষতিগ্রস্ত হয়। সবজি জাতীয় ফসলের মতো ধানের দাম পেলে কৃষক ঘুরে দাঁড়াতে পারতো।’

উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের কৃষক আবুল কালাম আজাদ (৪২) জানান, সরকারকে কৃষকের স্বার্থে কৃষির ওপর নজর দেওয়া উচিত বলে তিনি মনে করেন। ধান চাষে বারবার লোকসান হওয়ায় কৃষক ধান চাষ থেকে বিমুখ হচ্ছে। বাজারে বেশি দাম পাওয়ায় কৃষক ঝুঁকে পড়ছেন ভুট্টা, আলু, গম, সরিষা ও সবজি জাতীয় ফসলের দিকে। জেলার মানুষ কৃষি নির্ভরশীল হওয়ায় লোকসান হলেও দু-মুঠো ভাতের আশায় ধান আবাদ করতে বাধ্য হয়। তাই গত মৌসুমের লোকসান মাথায় নিয়েই বোরো ধান রোপণ শুরু করা হয়েছে।

জেলা শহরের নিউবাবু পাড়ার কৃষক মহুবার রহমান বলেন, ‘এক শতাংশ জমির বোরোর বীজতলা ঘন কুয়াশায় সিংহভাগ ঝলসে গেছে। এমতাবস্থায় চড়ামূল্যে চারা সংগ্রহ করে চার বিঘা জমির মধ্যে দুই বিঘায় আগাম জাতের চারা লাগিয়েছি। বাকি দুই বিঘায় কী করবো জানি না। চেষ্টা করছি চারা কিনে লাগাতে হবে। আর সেই রোপিত ধানের ন্যায্য বাজারমূল্য না পেলে ফের লোকসানের গুণতে হবে।’

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিক আহমেদ বলেন, ‘এবার সদরে ২৩ হাজার ৭৪৩ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ যাবৎ অর্জিত হয়েছে তিন হাজার ৫০ হেক্টর। প্রাকৃতিক দুর্যোগের কারণে বোরো রোপণ একটু থমকে গেছে। আশা করি, এই দুর্যোগ কেটে গেলে কৃষি বিভাগের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষিবান্ধব সরকার কৃষকদের প্রণোদনার আওতায় এনে বীজ ও সারে ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতে লোকসানের প্রশ্নই আসে না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এসএম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, ‘জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১ হাজার ৮৫৫ হেক্টর। আশা করি, এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সরকার ধানের লোকসান কাটিয়ে উঠতে (সার, বীজ) কৃষি প্রণোদনা ও কৃষক পুনর্বাসনের কাজ করে যাচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানতীব্র গরমে ঝরছে আমের গুটি, উৎপাদন নিয়ে চাষিদের শঙ্কা
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ