X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলে ধাক্কা লাগায় আ.লীগ নেতাকে পিটিয়ে হত্যা ছাত্রলীগের

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২

মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কা লাগায় কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোয়ান (৪৪) মারা গেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সদরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দু ও তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযুক্ত করেছেন সোয়ানের বন্ধু ও সহকর্মীরা।

এ ঘটনায় রাতে অভিযুক্ত রেজ‌ভি ক‌বির চৌধুরী বিন্দু ও কু‌ড়িগ্রাম প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউট শাখা ছাত্রলী‌গের সভাপ‌তি ঝিনুক মিয়া‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

সদর থানার ওসি মাসুদুর রহমান আওয়ামী লীগ নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শরিফুল ইসলাম সোয়ান জেলা শহরের ঘোষপাড়ার আমজাদ হোসেন বুলুর ছেলে। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সদস্য ছিলেন। রেজভি কবির চৌধুরী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নের অনুসারী। তিনি কুড়িগ্রাম পৌর এলাকার খেজুরেরতল (চৌধুরী পাড়া) গ্রামের বিপুল চৌধুরীর ছেলে।

সোয়ানের সঙ্গে প্রাইভেটকারে থাকা তার বন্ধু রেদওয়ান মাহমুদ শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল চত্বরে সাংবাদিকদের জানান, তিনি ও সোয়ান ত্রিমোহনী বাজার এলাকা থেকে প্রাইভেটকারে করে শহরের দিকে আসছিলেন। সোয়ান প্রাইভেটকারের পেছনের সিটে বসা ছিলেন। খলিলগঞ্জ বাজার এলাকার অভিনন্দন কনভেনশন সেন্টারের সামনে তিন ছাত্রলীগ নেতাকর্মীকে বহনকারী একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে প্রাইভেটকারের। এতে মোটরসাইকেলে থাকা ছাত্রলীগের দুই কর্মী ছিটকে পড়ে আহত হলে সোয়ান ও তার বন্ধু আহতদের অটোরিকশায় করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিন্দু ঘটনাস্থলে পৌঁছে গাড়িসহ সোয়ান ও তার বন্ধুকে আটক করেন। নিজের পরিচয় দিলে বিন্দু ও তার কর্মীরা সোয়ানকে মারধর করলে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়েন। বিন্দু প্রাইভেটকার আটক করতে চাইলে সোয়ানের বন্ধুরা বাধা দেন। পরে বিন্দু প্রাইভেটকারে উঠে গাড়ি চালিয়ে সোয়ানকে নিয়ে হাসপাতালে রওনা দেন। হাসপাতালে পৌঁছার পর বিন্দু আবারও সোয়ানকে মারধর করেন। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক সোয়ানকে মৃত ঘোষণা করেন।

সোয়ানের মৃত্যুতে ক্ষোভে ফুসে উঠেছে তার বন্ধু ও রাজনৈতিক সহকর্মীরা। তারা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ‘এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের কোষাধ্যক্ষ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। ছাত্রলীগ হোক আর যেই হোক, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি।’

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিন্দুর ফোন নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বরাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি ঢাকায় আছি। ঘটনা শুনেছি। বিন্দুর সঙ্গে একবার কথা হয়েছে। সে নিজের দায় অস্বীকার করেছে। পুলিশ তদন্ত করে সঠিক ঘটনা উদঘাটন করবে।’

তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মী জড়িত থাকার প্রশ্নে সাদ্দাম বলেন, ‘ঘটনায় বিন্দু কিংবা ছাত্রলীগের কোনও নেতাকর্মীর সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যেই জড়িত হোক তাকে ছাড় দেওয়া হবে না।’

এ ব্যাপারে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত রেজভি কবির চৌধুরী বিন্দুসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।’

সদর থানার ওসি মাসুদুর রহমান ব‌লেন, ‘হত্যার ঘটনায় নিহ‌তের স্ত্রী বাদী হ‌য়ে মামলার প্রস্তু‌তি নি‌চ্ছেন। ময়নাতদ‌ন্তের পর লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজপড়ার টেবিল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ