X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সৌন্দর্যবর্ধনের বলি হচ্ছে গাছ, তাতেও অনিয়ম!

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সৌন্দর্যবর্ধনের নামে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরের ১২টি গাছ নিলামে কাটার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রকৌশলীর কার্যালয়। তবে বিজ্ঞপ্তির ‘ফাঁক’ গলে একটির পরিবর্তে আরেকটি গাছ কাটার অভিযোগ উঠেছে নিলাম কর্তৃপক্ষ ও কার্যাদেশ পাওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে। 

স্থানীয়দের অভিযোগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এসব গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌন্দর্যবর্ধনের নামে কয়েক দশকের পুরোনো গাছগুলো কেটে উপজেলা পরিষদের ছায়াঘন সবুজ চত্বর ধ্বংস করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি ফুলবাড়ী উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে বিভিন্ন প্রজাতির ১২টি গাছ কেটে নিলামে বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব গাছের প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয় এক লাখ ৬২ হাজার টাকা। ১৫ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে এক লাখ ৭২ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্ধারিত হয়ে কার্যাদেশ পান হাসানুর রহমান ওরফে জয় হাসান নামে স্থানীয় এক ব্যবসায়ী। চিহ্নিত গাছ নিলামে বিক্রির দাবি করা হলেও বেশিরভাগ থেকে শনাক্তকারী চিহ্ন উঠে গেছে। এ সুযোগে নিলামবহির্ভূত তিন বড় মেহগনি ও দুটি কাঁঠাল গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ফুলবাড়ী শহরের কয়েকজন বাসিন্দা বলেছেন, নিলাম বিজ্ঞপ্তিতে কৌশলে গাছের নাম ও নম্বর এড়িয়ে যাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে ১২টি গাছের প্রাক্কলিত মূল্য মাত্র এক লাখ ৬২ হাজার টাকা ধরা হলেও আকারে বড় ও অনেক বেশি মূল্যমানের গাছ কাটা হচ্ছে। নিলামবহির্ভূত এসব গাছ নেওয়ার পাঁয়তারা করছেন নিলাম সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও সরকারদলীয় স্থানীয় কয়েকজন নেতা। এজন্য কৌশলে বিজ্ঞপ্তিতে গাছের নাম ও নম্বর উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তির ‘ফাঁক’ গলে একটির পরিবর্তে আরেকটি গাছ কাটার অভিযোগ উঠেছে নিলাম কর্তৃপক্ষ ও কার্যাদেশ পাওয়া ব্যবসায়ীর বিরুদ্ধে

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের অভিযোগ, ‘নিলামের নামে নিলামবহির্ভূত গাছ কাটা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও এবং উপজেলা প্রকৌশলী এই অনিয়মে জড়িত। ১২টি গাছের নিলাম মূল্য এক লাখ ৭২ হাজার টাকা হলেও নিলামের বাইরে যেসব গাছ কাটা হয়েছে, তার একেকটির মূল্য দুই লক্ষাধিক টাকা। রাষ্ট্রীয় এসব গাছ কাটার অনিয়ম খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করার দাবি জানাই।’

নিলামকালে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত স্থানীয় এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গাছগুলো নিলাম প্রক্রিয়া ও কাটার ক্ষেত্রে কৌশল অবলম্বন করা হয়েছে। ঠিক কোন গাছগুলো কাটা হবে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। ফলে একটির স্থলে আরেকটি গাছ কাটা হয়েছে।’

ওই শিক্ষক আরও বলেন, ‘সৌন্দর্যবর্ধনের নামে সবুজে ঘেরা প্রকৃতিক সৌন্দর্য ধ্বংস কোনোভাবে কাম্য নয়। গাছপালার সবুজে ঘেরা সৌন্দর্য ধ্বংস করে কংক্রিটের সৌন্দর্যবর্ধন শুভ বুদ্ধির পরিচয় নয়। সৌন্দর্যবর্ধনের নামে কয়েক দশকের অকৃত্রিম সৌন্দর্য ধ্বংস করা করা হলো। তাও নিলামের বাইরে বেশ কয়েকটি গাছ কাটা হয়েছে। মূলত একটি স্বার্থান্বেষী মহলকে লাভবান করতে প্রতারণার আশ্রয় নিয়ে এসব গাছ কাটা হয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে নিলামের কার্যাদেশ পাওয়া হাসানুর বলেন, ‘আমি তিনটি গাছ কেটেছি। এর বাইরে কোনও গাছ কাটিনি।’ কাঁঠাল গাছ কাটার প্রশ্নে হাসানুর দাবি করেন, ‘ওখানে কোনও কাঁঠাল গাছই নেই। কাটবো কেমন করে?’

তবে সরেজমিনে দেখা গেছে, পরিষদ চত্বর থেকে দুটি কাঁঠাল গাছ কাটা হয়েছে। প্রমাণ মেটাতে মঙ্গলবার এসব গাছের গোড়া তুলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

পরিষদ চত্বর থেকে দুটি কাঁঠাল গাছ কেটে প্রমাণ মেটাতে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব বলেন, ‘উপজেলা পরিষদের সৌন্দর্যবর্ধনের জন্য ১২টি গাছ নিলামে কেটে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এসব গাছের নিলাম সম্পন্ন করা হয়েছে। নিলামকৃত গাছ চিহ্নিত করা আছে। এর বাইরে কেউ রাতের আঁধারে গাছ কেটে থাকলে আমরা কি পাহারা দিয়ে রাখতে পারবো? আমার জানামতে চিহ্নিত গাছের বাইরে কোনও গাছ কাটা হয়নি।’ পাশাপাশি অতিরিক্ত গাছ কেটে নিজে অর্থ গ্রহণের অভিযোগ অস্বীকার করেন এই উপজেলা প্রকৌশলী।

ইউএনও সিব্বির আহমেদ বলেন, ‘নিয়ম মেনেই নিলাম সম্পন্ন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তার ভিত্তি নেই। চিহ্নিত গাছের বাইরে কাটার কোনও সুযোগ নেই। চিহ্নিত গাছের বাইরে কোনও গাছ কাটা হয়ে থাকলে অবশ্যই খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিজ কার্যালয়ের কর্মচারী জড়িত থাকার প্রশ্নে ইউএনও বলেন, ‘অবশ্যই খতিয়ে দেখবো। কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বলেন, ‘সৌন্দর্যবর্ধনের জন্য নিয়ম মেনে গাছের নিলাম হয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা মিথ্যা। এমন অনৈতিক কাজ আমি কখনও করি না।’

/এএম/
সম্পর্কিত
উন্নয়নের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০০ গাছ কাটার পরিকল্পনা 
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের‍্যাম্প নির্মাণে কাটতে হবে অর্ধশত গাছ, নাগরিক সমাজের বিক্ষোভ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ