X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ফাইল আগাতে শিক্ষকদের কাছে ঘুষ নেন শিক্ষা কর্মকর্তারা, অভিযোগ সংসদ সদস্যের

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০২

কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা এমপিওসহ বিভিন্ন ফাইল আগাতে শিক্ষকদের কাছ থেকে টাকা (ঘুষ) নেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বিপ্লব হাসান পলাশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় তিনি অভিযোগ এই তোলেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা সেই সভায় উপস্থিত ছিলেন।

তবে শিক্ষা বিভাগের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদরুল হাসান সভায় উপস্থিত ছিলেন না। শিক্ষকদের কাছে টাকা না নিতে তার কাছে বার্তা পৌঁছে দিতে উপস্থিত সবাইকে নির্দেশ দেন এমপি।

শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার প্রমাণ আছে দাবি করে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে এমপি বিপ্লব হাসান বলেন, ‘(মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) উপস্থিত থাকলে আমি বলতাম। তারা শিক্ষকদের বিভিন্ন ফাইল আগাতে টাকা নেন। বলে দেবেন যেন এটা আর না করে। তাহলে আমরাও ব্যবস্থা নেবো।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ধনারচর সিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিসিবি কার্ড ও ফেয়ার প্রাইস কার্ড, নদী ভাঙন, বিভিন্ন অঞ্চলের রাস্তা, ব্রিজ, বাঁশের সাঁকো, হাট-বাজার উন্নয়ন, সীমান্ত পরিস্থিতি, উপজেলা মডেল মসজিদসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য।

সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদরুল হাসানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে স্থানীয় সাংবাদিকদের এই শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সংসদ সদস্যের এমন অভিযোগের বিষয়ে তার জানা নেই। এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্বে থাকায় তিনি বৃহস্পতিবার সভায় উপস্থিত থাকতে পারেননি।

জেলা শিক্ষা অফিসার (ডিইও) মো. শামছুল আলম বলেন, ‘টাকা নেওয়ার বিষয়ে আমাকে কোনও শিক্ষক অভিযোগ দেননি। বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সঙ্গে কথা বলবো। অভিযোগ খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসের বিরুদ্ধে বিচার শুরু হবে কিনা, জানা যাবে আজ
ভোলায় মাদ্রাসায় ও চট্টগ্রামে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান
দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলাম কারাগারে
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা