কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। রাজু দৈনিক জনকণ্ঠ ও একাত্তর টেলিভিশনের এবং আব্দুল খালেক দৈনিক কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এবং দৈনিক মানবজমিন ও করতোয়ার জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু। এ সময় উপস্থিতি ছিলেন নির্বাচন কমিশনের সদস্য নাজমুল হোসেন (যমুনা টেলিভিশন) ও প্রেসক্লাবের সদস্যরা।
কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৪-২৫ সময়ে দুই বছর মেয়াদি নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের বর্তমান সদস্য সংখ্যা ৩৫ জন। ২০১৫ সালের পর এই প্রেসক্লাবে নতুন কোনও সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি।