X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ঈদের দিন ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের ৪ আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৪, ০১:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০১:৩০

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদের দিন ঘুরতে বের হয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার দেবীগঞ্জ পৌরসভার নতুনবন্দর এলাকায় দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া-সুপারীতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির আলী (১৭), একই উপজেলার দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীর মোড়-খাঁ পাড়া এলাকার মো. মজনুর ছেলে সাব্বির হোসেন (২২) এবং একই ইউনিয়নের বটতলী-খাঁ পাড়া এলাকার হযরত আলীর ছেলে মো. বরকত হোসেন (১৮)।

আহত দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া-সুপারীতলা এলাকার জসিম উদ্দিনের ছেলে জাকারিয়া (১৬) ও দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মো. মুসলিমের ছেলে সোহেল (১৯) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সাব্বির আলী তার মোটরসাইকেলে প্রতিবেশী কাউসার আলী ও জাকারিয়াকে নিয়ে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সোনাহার এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাব্বির হোসেন একটি মোটরসাইকেলে বরকত ও সোহেলকে নিয়ে দেবীগঞ্জ উপজেলার দিকে আসছিলেন। দেবীগঞ্জ-সোনাহার সড়কের নতুন বন্দর এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তাদের মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা ছয় আরোহী সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই কাউসার আলীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত পাঁচ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রংপুরে নেওয়ার পথে লোহাগাড়া-সুপারীতলা এলাকায় সাব্বির আলী মারা যান। সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেনের মৃত্যু হয়। রাতে একই হাসপাতালে মারা যান বরকত আলী।

দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মমতাজ আলী তার এলাকার কাউসার আলী ও সাব্বির আলী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া দেবীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আশরাফুল আলম তার এলাকার সাব্বির হোসেন ও বরকত আলীর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সাব্বির হোসেনের চাচাতো ভাই মনির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আমার ভাইসহ চার জন মারা গেছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, চার জনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত নিহতের স্বজনরা বিষয়টি পুলিশকে জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
বাসচাপায় মাইক্রোবাসের ২ যাত্রী নিহত
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ব্যবসায়ীর
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে