X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ঈদ আনন্দে ভাঙন আতঙ্ক, ‘কিছু করার নেই’ বলছে পাউবো

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
১৬ জুন ২০২৪, ২১:১৭আপডেট : ১৬ জুন ২০২৪, ২১:৩১

‘আমার ঝুপির দুয়ারে (বাড়ির প্রবেশগেট) নদী। ভয়াবহ অবস্থায় আছি। কাল ঈদ। কোরবানির প্রস্তুতি নিছি। কিন্তু ভাঙনে ঈদ আনন্দ শেষ হয়ে গেছে। এই অবস্থায় জিও ব্যাগ না ফেললে বাড়িটা রক্ষা করা যাবে না।’ কথাগুলো বলছিলেন তিস্তার ভাঙনে বসতি হারাতে বসা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী এরশাদ।

বন্যার শঙ্কার মধ্যেই কুড়িগ্রামে তিস্তাপাড়ে ভাঙন শুরু হয়েছে। শনিবার (১৫ জুন) বিকালে শুরু হওয়া আকস্মিক ভাঙনে ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। রাত পোহালেই ঈদ উৎসব শুরু হবে। কিন্তু তিস্তার আগ্রাসী ভাঙনে বাসিন্দাদের মাঝে ভিটামাটি হারানোর আশঙ্কায় আহাজারি শুরু হয়েছে।

ভাঙনের মুখে দাঁড়িয়ে তিস্তার পাড়ের বাসিন্দা এরশাদ বলেন, ‘গতকাল (শনিবার) রাতেই দুই তিনটা বাড়ি সরানো হয়েছে। এখনও শতাধিক পরিবার ভাঙনঝুঁকিতে আছে। আমরা স্থায়ী প্রতিরক্ষা চাই। কিন্তু আপাতত জিও ব্যাগ ছাড়া উপায় নাই। কিন্তু সে উদ্যোগ নেবে কে?’

জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালিরহাট বাজারসহ তৎসংলগ্ন চতুরা মৌজার তিস্তাতীরবর্তী শতাধিক পরিবারে এখন এমনই চিত্র। তিস্তার পানির স্রোতে আর আগ্রাসী ভাঙনে পরিবারগুলোর ঈদ আনন্দ আতঙ্কে রূপ নিয়েছে।

শনিবার ভাঙনের কবলে পড়ে দুটি ঘর ভেঙে সরিয়ে নিয়েছেন কালিরহাট এলাকার চায়ের দোকানি সুবাস চন্দ্র। পরিবার নিয়ে তিনি চায়ের দোকানেই আশ্রয় নিয়েছেন। সুবাস বলেন, ‘কোথায় যাবো ভাই। আশ্রয় নেওয়ার আর জায়গা নাই। যে চায়ের দোকান করি সেটাতেই কোনোরকম আশ্রয় নিছি।’

সুবাস ঘর ভেঙে চায়ের দোকানে আশ্রয় নিলেও বেশির ভাগ পরিবারের স্থানান্তরিত হওয়ার মতো কোনো জায়গা নেই। ‘যদি ভাঙন থামে’, এমন প্রত্যাশায় তারা ঝুঁকি নিয়েই পরিবারসহ ভাঙনের কিনারে দিনাতিপাত করছেন।

ভাঙনের কিনারে নিরুপায় দিন যাপন করছেন আলমগীর, আয়নাল হক ও নিবারণ চন্দ্রসহ অনেক দিনমজুর পরিবার। জরুরিভিত্তিতে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া না হলে তারা সর্বস্বান্ত হয়ে পড়বেন বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

বিদ্যানন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সেফারুল ইসলাম জানান, ভাঙনের কবলে পড়ে শনিবার সন্ধ্যার দিকে বসতি সরিয়ে নিয়েছেন সুবাস চন্দ্র ও নিবাস চন্দ্রসহ বেশ কয়েকটি পরিবার। ভাঙন হুমকিতে আছে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোনার জুম্মা এলাকা থেকে মৌলভীপাড়া পর্যন্ত তীরবর্তী শতাধিক পরিবার ভাঙনের হুমকিতে রয়েছে। ভাঙনের খবরে শনিবার রাতে ওই এলাকা পরিদর্শন করেছেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী।

ইউপি সদস্য সেফারুল বলেন, ‘ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। পরিবারগুলো অনিশ্চয়তায় মধ্যে আছে।’

তিস্তাপাড়ের বাসিন্দারা চরম সংকটে থাকলেও পাউবো বলছে, ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার মতো তাদের অনুমতি নেই। ‘বাজেট সংকটের’ কারণে তারা কিছু করতে পারছেন না। তবে তারা ওই এলাকাটি পর্যবেক্ষণে রেখেছেন।

প্রতিষ্ঠানটির কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, ‘এই মুহূর্তে কিছু করার নেই। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।’

বন্যার আশঙ্কার মধ্যে ভাঙনের কিনারে থাকা পরিবারগুলোর পরিণতি প্রশ্নে এই নির্বাহী প্রকৌশলী বলেন, ‘অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। এরপরও আমরা ওপরে কথা বলে দেখি।’

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করণীয় জানতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
কাঁধে নিয়ে ওপরে তোলা হয় রোগী, একইভাবে নামানো হয় লাশ
রাজশাহীতে সিন্ডিকেটের কৌশলে চামড়ার দরপতননির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
সর্বশেষ খবর
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলায় পলাতক ৫ আসামি গ্রেফতার
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিশুর
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, তরুণের মৃত্যু
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
যৌথবাহিনীর অভিযানে সাত দিনে আটক ৩৮০
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা