গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ফুলমিয়ার বাজার এলাকায় নদীর তীরে দাঁড়িয়ে এ মানববন্ধন করা হয়। এতে অংশ নেন ভাঙনকবলিতসহ আশপাশের এলাকার মানুষজন। এ সময় নদীভাঙনের হাত থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করেন তারা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীপুর পুটিমারী গ্রাম থেকে দক্ষিণ শ্রীপুর দত্তের খামার গ্রামের দক্ষিণে বটতলি পর্যন্ত তিস্তা নদীতে ব্যাপক ভাঙন দেখা দেয়। ইতোমধ্যে ভাঙনে এলাকার ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেকের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে পড়েছে শতাধিক বাড়িঘর। ভাঙনের কারণে এলাকার মানুষের পথে বসার উপক্রম হয়েছে।
তারা অভিযোগ করেন, অব্যাহত নদীভাঙনে ভিটেমাটি ও সহায়-সম্পদ হারিয়ে অনেকে নিঃস্ব হলেও সংশ্লিষ্টরা ভাঙনরোধে এখনও কোনও পদক্ষেপ নেননি। তাই দ্রুত নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের দায়িত্বশীলদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ ব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক বলেন, ‘শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ভাঙনরোধে ইতোমধ্যে একটি সমীক্ষা কার্যক্রম শেষ করেছি। এ অবস্থায় প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে ভাঙনরোধে কাজ শুরু হবে।’