X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

সুযোগ পেলেও অভাবের কারণে মেডিক্যালে পড়া অনিশ্চিত মাজেদুলের

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩১

বাবা কাঠমিস্ত্রি। বার্ধক্যে পৌঁছায় নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। পরিবারের অভাব আর আর্থিক অনটনে দিনযাপন করা এমন বাবা-মায়ের মেধাবী ছোট ছেলে মাজেদুল ইসলাম (মিজু) নিজ চেষ্টায় এ বছর মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সামর্থ্যহীনতায় অনিশ্চিত হয়ে পড়েছে তার ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।

মাজেদুলের বাড়ি কুড়িগ্রাম শহরের পৌর এলাকার ভরসার মোড় সংলগ্ন করিমের খামার গ্রামে। তার বাবার নাম আবুল হোসেন, মায়ের নাম মর্জিনা বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বাড়িতে গিয়ে কথা হয় মাজেদুল ও তার বাবা-মায়ের সঙ্গে।

মাজেদুল জানান, দরিদ্র বাবার ঘরে জন্ম নিলেও তার মনে কোনও আক্ষেপ কিংবা কষ্ট নেই। বাবা-মায়ের পরিশ্রমের স্বল্প উপার্জনেই তাদের বেড়ে ওঠা। স্থানীয় করিমের খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাস করে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২০২২ সালে গোল্ডেন এ প্লাস নিয়ে এসএসসি পাস করেন। এরপর কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২৪ সালে গোল্ডেন এ প্লাস নিয়ে এইএসসি পাস করেন। সামর্থ্য না থাকায় প্রাইভেট পড়া সম্ভব হয়নি। তবে ঢাকাভিত্তিক একটি অনলাইন ক্লাসে অংশ নিয়ে বিজ্ঞান বিষয়গুলো শেখার চেষ্টা করেছেন।

মাজেদুল বলেন, ‘এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭৩ দশমিক ৭৫ স্কোর পেয়েছি। মেধা তালিকায় ক্রম ৫০৩২ ক্রম। মাগুরা মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ মিলেছে। কিন্তু ভর্তির টাকাসহ আনুষাঙ্গিক খরচ মেটানোর সামর্থ্য নেই। অন্যের সহযোগিতা ছাড়া আমার মেডিক্যালে পড়া সম্ভব নয়। ভর্তি নিয়েই অনিশ্চয়তায় আছি।’

‘বয়স হওয়ায় বাবা নিয়মিত কাজ করতে পারেন না। মা অন্যের বাড়িতে কাজ করে সংসারের খোরাক জোগান। বড় ভাই টিউশনি করে কোনোরকমে নিজের পড়ার খরচ জোগান। আমি নিজে এলাকায় দুটো টিউশনি করে এতদিন নিজের খরচ চালিয়েছি। কিন্তু মেডিক্যালে পড়ার খরচ জুটবে কীভাবে? আমার সঙ্গে বাবা-মা দুশ্চিন্তায় আছেন।’ সামর্থের সীমাবদ্ধতা জানিয়ে বলেন মাজেদুল।

চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নের সুযোগ পাওয়া এই তরুণ শিক্ষার্থী বলেন, ‘আমার ভর্তি হতে লাগবে প্রায় ২৫ হাজার টাকা। এ ছাড়াও বইপত্র ও অন্য খরচ আছে। আবার প্রতি মাসে একটা খরচ লাগবে। আমার বাবা-মায়ের এই খরচের জোগান দেওয়ার সামর্থ্য নেই। এসব নিয়ে অনিশ্চয়তায় আছি। জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে সংকটের কথা জানিয়েছি। তিনি ১০ হাজার টাকা দিয়েছেন। বাকি টাকা কোথায় পাবো? এ জন্য সামর্থ্যবান কেউ সহায়তা করলে কৃতজ্ঞ থাকবো।’

মা মর্জিনা বেগম বলেন, ‘খুব কষ্ট করি ছেলেদেক নিয়া জীবন চালাই। লোন নিয়া কিস্তি দিয়া কোনোরকমে চলি। চরের একটা টুকরা জমি বিক্রি করি কোনও রকমে ঘর দুয়ার করছি। তাও টাকার অভাবে কাজ শ্যাষ করবার পারি নাই। ছেলেরাও কষ্ট করি পড়াশোনা করে। ওদের বাবা প্রতিদিন কাজ করবার পারে না। আমি অন্যের বাড়িত কাজ করি মাসে সাড়ে তি হাজার টাকা আয় করি। এখন ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইছে। খরচতো জোগাড় করবার পাই না। কাইয়ো (কেউ) সাহায্য সহযোগিতা করলে ছেলেটা পড়বার পাইলো হয়।’

ছেলের সাফল্যে বাবা আবুল হোসেনের দুই চোখ ভরা আনন্দ। ছেলে ডাক্তার হলে তার জীবনভর করা কষ্ট সার্থক হবে যেন! তবে আর্থিক অনটন তার সেই আনন্দকে বারবার মলিন করছে। শারীরিক সামর্থ্যহীনতা আর অভাব অনটন যেন তার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে না দেয় এ জন্য তিনিও সমাজের সামর্থ্যবানদের সহায়তা আহ্বান করেছেন।

আবুল হোসেন বলেন, ‘ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পাইছে খুব খুশি হইছি। কিন্তু হামারতো সামর্থ্য নাই। অভাবের সংসার। তোমরাগুলা একটু চেষ্টা করি দেখ। কাইয়ো সাহায্য করলে খুব উপকার হইলো হয়।’

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন বলেন, ‘মাজেদুল মেধাবী শিক্ষার্থী। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে তার মেধার প্রমাণ দিয়েছে। কিন্তু তার পরিবার অত্যন্ত দরিদ্র। সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে মাজেদুল তার স্বপ্নপূরণ করতে পারবে। একদিন চিকিৎসক হয়ে দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে পারবে।’

/এফআর/
সম্পর্কিত
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৯.০৮ শতাংশ
নর্থ সাউথে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ
রাবির ‘এ’ ইউনিটে প্রথম হয়েছেন বোরহান ও সাদিয়া
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ