X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

শীতের সকালে রংপুরের সড়কে ঝরলো ৫ প্রাণ

রংপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৫, ১৩:০৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৩:০৮

শীতের সকালে রংপুরের সড়কে ঝরলো পাঁচ প্রাণ। শুক্রবার (৩১ জানুয়ারি) পৃথক দুই দুর্ঘটনায় পাঁচ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

জানা গেছে, রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় নাইট কোচের চাপায় মাহেন্দ্র গাড়ির ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে রংপুর থেকে মাহেন্দ্র গাড়িতে করে কয়েকজন যাত্রী কুড়িগ্রামের উলিপুরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নাইট কোচ দ্রুত বেগে এসে মাহেন্দ্রকে চাপা দিলে ওই গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন- রংপুরের কাউনিয়ার শাহিন আলম ও কুড়িগ্রাম জেলার উলিপুরের রমজান আলী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আহমেদ জানিয়েছেন।

অপরদিকে, সকাল সাড়ে ৮টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা বাজারে যাত্রী তুলতে থামে একটি বাস। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে চাপা দেয়। এতে বাসে ওঠার অপেক্ষায় থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন। দুই বাসকেই আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুল আলম জানান, দুই বাসকে আটক করা হলেও ড্রাইভার-হেলপাররা পালিয়ে গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের