X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

উচ্ছেদের প্রতিবাদে উত্তরের ১৬ জেলার পেট্রোলপাম্প বন্ধ ঘোষণা

রংপুর প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪১

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোলপাম্প উচ্ছেদ করার প্রতিবাদে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন। আকস্মিক ধর্মঘট আহ্বানে রংপুর বিভাগের সকল পেট্রোলপাম্প বন্ধ রয়েছে। এতে করে আন্তজেলা ও আঞ্চলিক রুটে যাত্রীবাহী বাস ও মালামালবাহী ট্রাকসহ বেশিরভাগ যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রংপুর নগরীর বিভিন্ন পেট্রোলপাম্প বন্ধ থাকার কারণে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ শত শত যানবাহন জ্বালানি তেল না পেয়ে ফিরে যাচ্ছে। কী কারণে ধর্মঘট আহ্বান করা হয়েছে জানেন না পেট্রোলপাম্পের কর্মচারীরা। তারা বলছেন, মালিকরা বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় বন্ধ রেখেছি।

লালমনিরহাটে একটি সরকারি দফতরে চাকরি করেন সালাউদ্দিন। তিনি জানালেন, সকাল থেকে বিভিন্ন পেট্রোলপাম্পে ঘুরছেন। সবগুলো বন্ধ। কোথাও পেট্রোল পাচ্ছেন না। বলেন, ‘এখন আমার পক্ষে লালমনিরহাট যাওয়া সম্ভব হচ্ছে না। চরম বিপাকে পড়েছি। আগে থেকে ঘোষণা না দিয়ে এভাবে পেট্রোলপাম্প বন্ধ করে দেওয়া অমানবিক।’

একই কথা জানালেন আরেক চাকরিজীবী শাজাহান। তিনি বলেন, ‘আমার সৈয়দপুর যাওয়ার কথা ছিল। পেট্রোলপাম্প বন্ধ থাকায় আর যেতে পারছি না। মোটরসাইকেলের তেল শেষ, এখন কী করবো বুঝতে পারছি না।’

এদিকে আকস্মিক ধর্মঘটের কারণে জ্বালানি সংকটে পড়েছে আন্তজেলা ও আঞ্চলিক সড়কে চলাচলকারী যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো । পেট্রোলপাম্প বন্ধ থাকায় শত শত যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় পেট্রোলপাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বলেন, ‘সাংগঠনিকভাবে সিদ্ধান্ত হওয়ায় আমরা ধর্মঘট পালন করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
তেল পরিশোধনে রেকর্ড গড়লো ইস্টার্ন রিফাইনারি
মজুত থাকার পরও দিনভর পাম্পে অকটেন সংকট!
জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!