খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার বিচার ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং একদল সাধারণ শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। রাত ১১টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করা হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে শতাধিক শিক্ষার্থী রাত সোয়া ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের বাইরে এসে পার্কের মোড়সহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে আবু সাঈদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্ররাজনীতি বেরোবি ক্যাম্পাসেও চলবে না। অবিলম্বে কুয়েটে ছাত্রদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের সদস্যসচিব বেরোবি শিক্ষার্থী রহমত আলী, প্রতিনিধি শামসুজ্জামান সুমন, আরমান ও জয়সহ অনেকে বক্তব্য দেন।
এরপর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। রাত সোয়া ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বাসভবন থেকে বেরিয়ে আসেন। তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের দাবিদাওয়া শোনেন এবং আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।