X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

তথ্য চাওয়ায় সাংবাদিককে অফিস থেকে বের করে দিলেন খাদ্য নিয়ন্ত্রক

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ২১:২৪আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২১:২৪

খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির তথ্য চাইতে যাওয়ায় সাংবাদিককে অফিস কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দফতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকের নাম সাখাওয়াত হোসেন। তিনি দৈনিক কালবেলা পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি।

তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অভিযুক্ত খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান। তিনি দাবি করেছেন, ‘সংবাদিকসহ উপস্থিত লোকজনকে আমি ভদ্রতার সঙ্গে বাইরে যেতে বলেছি। পরে আসতে বলেছি।’ যদিও তার কার্যালয়ের অফিস সহকারী এই কর্মকর্তার ব্যবহারের জন্য তার হয়ে দুঃখপ্রকাশ করেছেন।

সাংবাদিক সাখাওয়াত হোসেন দাবি করেন, রৌমারী উপজেলার ওএমএসের ডিলার ও বিক্রয় স্থানের তথ্য জানার জন্য মঙ্গলবার দুপুরে তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে যান। তার চাওয়া অনুযায়ী অফিস সহকারী জাকির হোসেন তথ্য দেওয়ার জন্য ফাইল বের করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান অফিসে ঢুকে সাংবাদিককে দেখে আকস্মিক উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিক আসার কারণ জানতে চেয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।

সাখাওয়াতের দাবি, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তার অফিস সহকারীকে উদ্দেশ্য করে বলেন, “সাংবাদিক কেন এসেছে, কী চায়?”  উত্তরে অফিস সহকারী বলেন, “স্যার সাংবাদিক ওএমএসের তথ্য চান”। এই কথা শোনামাত্র তিনি উত্তেজিত হয়ে আমাকে রুম থেকে বের হয়ে যেতে বলেন।’

‘এভাবে বলার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও রেগে যান। তখন আমাকে উদ্দেশ্য করে আরও বলেন, “আমার চার ভাই সাংবাদিক এবং আরেক ভাই বিগ্রেডিয়ার জেনারেল। আমার কাছে তথ্য চান! এতো বড় সাহস। যান বের হয়ে যান। কোনও তথ্য দেবো না।” এরপর আমি অফিস থেকে চলে আসি।’ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দুর্ব্যবহারের বর্ণনা দিয়ে বলেন সাংবাদিক সাখাওয়াত।

এ নিয়ে জানতে অফিস সহকারী জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘স্যার (খাদ্য নিয়ন্ত্রক) আসলে সাংবাদিককে চিনতে পারেননি। খুব বড় কোনও ঘটনা ঘটেনি। তবুও যা হয়েছে তার জন্য আমি স্যারের পক্ষ থেকে সরি বলছি। আমার অনুরোধ থাকবে বিষয়টি যেন না বাড়ে।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে পুরো বিষয়টি প্রত্যাখ্যান করেন। অফিসে কোনও সাংবাদিকের সঙ্গে তার দেখা হয়নি, এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করেন। পরে প্রশ্নের মুখে সাংবাদিকের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করেন।

এই খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘আমি এমন কোনও ব্যবহার করিনি। আমি কি গর্দভ যে সাংবাদিককে রুম থেকে বের করে দেবো! আমি কোনও উত্তর দিতে চাচ্ছি না। অনেক লোক ছিল। আমি বলেছি, সবাই একটু বাইরে যান। আমরা একটু কাজ করি।’

চার ভাই সাংবাদিক ও এক ভাই সেনা কর্মকর্তা প্রশ্নে খাদ্য নিয়ন্ত্রক বলেন, ‘আমার চাচাতো-মামাতো ভাই সাংবাদিক। ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল। কিন্তু আমি এসব তাকে বলিনি। এসব বলার বিষয় নয়। আমি ভদ্র ফ্যামিলির সন্তান। আমাদের চাকরিতে আমরা সাংবাদিকদের সম্মান করি। আমি তাকে বের করে দেইনি। আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না।’

খাদ্য বিভাগ সূত্র বলছে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাকে শাস্তিমূলক বদলি হিসেবে রৌমারীতে পদায়ন করা হয়েছে।

সার্বিক বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান বলেন, ‘তিনি (খাদ্য কর্মকর্তা) দুর্ব্যবহার করবেন কেন! দুর্ব্যবহার করার কোনও সুযোগ নাই। তার কিছু সমস্যা আছে। আমি বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো।’

/এফআর/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিক, চাকরিজীবী ও আ.লীগ নেতাসহ ৪৩৬ জনের নামে বিএনপি নেতার মামলা
সাংবাদিক নির্যাতন প্রশ্নে ৮৮ প্রবাসী সাংবাদিক-অধিকারকর্মীর বিবৃতি
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সর্বশেষ খবর
এবার শাহবাগে এনিসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
এবার শাহবাগে এনিসিপির অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণ
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
দেশীয় প্রসাধনী শিল্পের রফতানি সম্ভাবনা বাড়াতে নীতিগত সহায়তা চান উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা
বিবিয়ানায় ফুরিয়ে আসছে গ্যাসের মজুত: শঙ্কার মুখে দেশের জ্বালানি নিরাপত্তা