X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘যদি সরে আসতাম তাইলে এ ঘটনা ঘটতো না’

সিলেট প্রতিনিধি
২৬ মার্চ ২০১৭, ১৬:২৮আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৬:৩২

‘যদি সরে আসতাম তাইলে এ ঘটনা ঘটতো না’ সিলেটের শিববাড়িতে জঙ্গি ধরা পড়েছে এমন খবর শুনে কৌতুহলের বশে সেখানে যান ব্যবসায়ী আব্দুর রহিম। পুলিশ বারবার সরিয়ে দিয়েছিল। কিন্তু কথা শোনেননি আব্দুর রহিম। শনিবার সন্ধ্যায় বিস্ফোরণে অনেকের সঙ্গে আহত হন তিনিও। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহিম বলেন, ‘জঙ্গি ধরা পড়ার খবর পেয়ে শনিবার বিকাল থেকে শিববাড়ি রোডে ছিলাম। অনেকবার পুলিশ সরিয়ে দিলেও আবার সেখানে যাই অভিযান দেখতে। যদি সরে আসতাম তাইলে এ ঘটনা ঘটতো না।’

আব্দুর রহিমের শরীরের বিভিন্নস্থানে স্প্লিন্টারের আঘাত রয়েছে। তিনি সিলেট নগরের কদমতলী এলাকার একটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার।

একই হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী হোসেন আহমদের বাম হাতের একটি আঙুল গ্রেনেড হামলায় উড়ে গেছে।

তিনি জানান,জঙ্গি অভিযানের খবর পেয়ে বিকালে শিববাড়ি এলাকায় যান। সন্ধ্যার দিকে ভেতর থেকে যখন সাংবাদিকরা বেরিয়ে আসছেন তখন তিনি এগিয়ে যান। এ সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটে। পেশায় তিনি সবজি ব্যবসায়ী।

একই ওয়ার্ডে চিকিৎসাধীন গ্রেনেড হামলায় আহত আব্দুল্লাহ আল মামুনের ডান হাতের একটি আঙুল গ্রেনেড হামলায় উড়ে যায়। তিনি সিলেট নগরের ৫৫/১ বাদাম বাগিচা এলাকার বাসিন্দা।

মামুনের ভাই জাহাঙ্গীর জানান, শিববাড়িতে তার ভাই এক বন্ধুর সঙ্গে দেখা করতে বিকালে বাসা থেকে বের হন। এরপর শনিবার সন্ধ্যায় তিনি জঙ্গি অভিযান দেখতে গেলে গ্রেনেড হামলায় আহত হন।

প্রসঙ্গত, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর ‘আতিয়া মহল’ ঘিরে রাখে পুলিশ। জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনার জন্য শুক্রবারা বিকালে সোয়াত টিম ও রাত সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আর অভিযানে নেতৃত্ব দিতে রাত ৪টার দিকে সিলেটে ঘটনাস্থলে পৌঁছান সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার ভোরে আতিয়া মহলে অভিযান শুরু করে সোয়াত ও সেনাবাহিনীর প্যারা-কমান্ডো বাহিনী। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘আতিয়া মহল’ থেকে আধা কিলোমিটার দূরে পাঠানপাড়া এলাকার জামে মসজিদের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে ৪৩ জন।

/বিএল/

আরও পড়ুন:

অভিযান চলছে, থেমে থেমে বিস্ফোরণ ও গুলির শব্দ 

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ১৪৪ ধারা জারি

বিস্ফোরণে আহত ওসি মনিরুল ইসলাম মারা গেছেন

সিলেটে হামলার দায় স্বীকার আইএসের

বোমা বিস্ফোরণে নিহত কায়সারের বাড়িতে শোকের ছায়া

গোয়েন্দা প্রধানসহ র‌্যাবের দুই কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি

‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযান বাধাগ্রস্ত করতেই ‘পাঠানপাড়ায়’ হামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
যুদ্ধবিরতির আলোচনা নস্যাৎ করছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে