X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও পিআইসি বা ঠিকাদারকে পাইনি: দুদক পরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ২০:১৬আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:১৬

বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও পিআইসি বা ঠিকাদারকে পাইনি:  দুদক পরিচালক

বাঁধ পরিদর্শনে গিয়ে আমরা কোনও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইস) সদস্য বা ঠিকাদারকে পাইনি মন্তব্য করে দুদক পরিচালক বলেন, ’ফসল রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি বা ঠিকাদার যারাই অনিয়মের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির সঙ্গে যারা জড়িত বা যারা সহযোগিতা করেছে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেল ৩টায়  সুনামগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. বেলাল হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুনামগঞ্জের হাওরের ফসল ডুবির ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দুদক দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। তারমধ্যে একটি হলো বাঁধ ভাঙার প্রকৃত কারণ অনুসন্ধান করা। বাঁধ ভাঙ্গার জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনও কর্মকর্তা, পিআইসি কিংবা ঠিকাদার দায়ী কিনা তা ক্ষতিয়ে দেখা। দ্বিতীয়টি হলো এটা প্রাকৃতিক বিপর্যয় কিনা তা দেখা। এই নিয়ে আমরা তিনটি হাওরের ফসল রক্ষা বাঁধ পর্যবেক্ষণ করেছি। আমাদের পর্যবেক্ষণ টিমে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের একজন সহকারী প্রকৌশলী সঙ্গে ছিলেন। 

তদন্ত টিমের সঙ্গে ছিলেন দুর্নীতি দমন কমিশনের ডেপুটি উপ-পরিচালক মো. আব্দুর রহিম, সহকারি পরিচালক সেলিনা আক্তার, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগের পরিচালক শিরিন পারভিন, উপ-পরিচালক সিলেট রব হালদার, উপসহকারী পরিচালক সিলেট রঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।

প্রসঙ্গত, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের তথ্যমতে, ফসলের সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকার ৬৮ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়। সুনামগঞ্জের বৃহৎ ৩৭টি হাওরসহ ৪২টি হাওরে ২০ কোটি ৭০ লাখ টাকা ২২৫টি প্রকল্পের (পিআইসি) অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় সরকারের চেয়ারম্যানদের সভাপতি করে গঠিত এসব প্রকল্প অনুমোদন দেন স্থানীয় সংসদ সদস্যরা। অপরদিকে ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারে দরপত্র আহ্বান করে পাউবো। প্রকল্পের কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারদের কাজ ৩১ মার্চ ২০১৭ এর মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও  নিদিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা সম্ভব হয়নি। অন্যদিকে গত ২৯ মার্চ থেকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে একের পর এক ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরের ৯০ ভাগ কাঁচা ধান  তলিয়ে যায়। এতে ৩ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি দুদকের নজরে এলে বুধবার থেকে দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে।

/জেবি/
আরও পড়তে পারেন: রাবিতে ‘আইএস’ সন্দেহে আটক তিন


সম্পর্কিত
সর্বশেষ খবর
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা!
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
মেধাবী দুই বোনের স্বপ্ন পূরণে ‘বাধা’ আর্থিক সংকট
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
জুভেন্টাসকে শিরোপা জিতিয়েও যে কারণে চাকরি হারালেন অ্যালেগ্রি 
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির