X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কুলাউড়ায় চার চা বাগানে নারী শ্রমিকদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১১:৩৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১১:৩৭

চা শ্রমিকদের কর্মবিরতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি চা বাগানে বিভিন্ন দাবিতে নারী শ্রমিকেরা দুইদিন ধরে কর্মবিরতি পালন করছেন। চাতলাপুর, পলকিছড়া পাঁড়ি, তিলকপুর ও চুয়াল্লিশ পাট্রা ফাঁড়ি চা-বাগানে এই কর্মবিরতি চলছে।

২৫ এপ্রিল মঙ্গলবার থেকে দাবি আদায়ের লক্ষ্য কর্মবিরতি পালন শুরু হয়। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ফের কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা।

চা বাগান সূত্রে জানা গেছে, চারটি বাগানে শ্রমিকের সংখ্যা ১ হাজার ৬৯৫ জন। বাগানের নারী শ্রমিকদের একটি অংশ প্রতিদিন ১৮ কেজি করে চায়ের কুঁড়ি উত্তোলন করেন। অপর অংশ ১৬ কেজি করে উত্তোলন করেন। সে হিসাবে প্রতি সপ্তাহে তারা ৮৫ টাকা মজুরি পান। অতিরিক্ত পরিমাণ কুঁড়ি উত্তোলন করলে বাগান কর্তৃপক্ষ কেজিপ্রতি দুই টাকা করে দেয়। শ্রমিকেরা তা পাঁচ টাকায় নির্ধারণ করতে দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন। কিন্তু বাগান কর্তৃপক্ষ তা মানছে না। এছাড়া কাজের জন্য বাগান কর্তৃপক্ষ প্রয়োজনীয় ছাতা, কুঁড়ি রাখার জন্য ঝুড়ি ও গামছা দেয় না। এসব দাবিতে চারটি বাগানের ৭০০ থেকে ৮০০ নারী শ্রমিক মঙ্গলবার সকাল ৮টার দিকে চাতলাপুর বাগানের কারখানার ফটকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন।

চাতলাপুর বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন বাউরি বলেন, ‘বাগান কর্তৃপক্ষ এখনও দাবি মানেনি। দাবি না মানলে লাগাতার কর্মবিরতি চলবে।’

চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক ইফতেখার এনাম বলেন, ‘আশপাশের বিভিন্ন বাগানে ২৪-২৫ কেজি করে চা তুলে শ্রমিকেরা ৮৫ টাকা মজুরি পান। অথচ চাতলাপুর ও ফাঁড়ি বাগানের শ্রমিকেরা মাত্র ১৮ ও ১৬ কেজি করে চা তুলে ৮৫ টাকা পান। এখন তারা অতিরিক্ত পরিমাণের ক্ষেত্রে কেজিপ্রতি পাঁচ টাকা দাবি করছেন। এটা অযৌক্তিক।’

/এফএস/ 

আরও পড়ুন- 

উজানের ঢলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, এখন শুধুই হাহাকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?