X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

আতিয়া মহল পরিদর্শন করেছে পিবিআই

সিলেট প্রতিনিধি
১৫ মে ২০১৭, ১৪:৩৬আপডেট : ১৫ মে ২০১৭, ২০:১৮

 

আতিয়া মহল পরিদর্শন করেছে পিবিআই

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আতিয়া মহল পরিদর্শন করেছে। সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের বিস্ফোরক উদ্ধার ও বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্তের দায়িত্ব পিবিআই’কে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটান পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ‘পুলিশ সদর দফতরের নির্দেশে আতিয়া মহলের মামলা দুটি এখন থেকে পিবিআই তদন্ত করবে। উদ্ধারকৃত বিভিন্ন আলামত পিবিআইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

পিবিআই সিলেট বিভাগের পুলিশ সুপার রেজাউল করীম মল্লিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা পুরো ভবনটি ঘুরে দেখে। এসময় পিবিআই’র প্রতিনিধি দলের সঙ্গে বাসার মালিক উস্তার মিয়া ও মহানগর পুলিশের কর্মকর্তারা ছিলেন।

পরিদর্শন শেষে পিবিআই সিলেট বিভাগের পুলিশ সুপার রেজাউল করীম মল্লীক জানান, সম্প্রতি পুলিশ সদর দফতরের নির্দেশে আতিয় মহলের দুটি মামলার তদন্তের দায়িত্ব পিবিআই’কে দেওয়া হয়েছে। এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। পুলিশের কাছ থেকে মামলার গুরুত্বপূর্ণ তথ্যসহ বিভিন্ন ধরণের আলামত সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অনেক আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দফতরগুলোতে রয়েছে। এখনও রিপোর্ট আসেনি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের শিকড়ের সন্ধান করা হচ্ছে। তদন্তকালীন সময় এঘটনার সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।

আতিয়া মহল পরিদর্শন করেছে পিবিআই

তদন্তে পিবিআই’কে সহযোগীতা করার কথা জানিয়ে আতিয়া মহলের মালিক উস্তার মিয়া বলেন, ‘আমরা চাই যারা এর নেপথ্যে কাজ করছে তাদের খুঁজে বের করা হোক। আলোচিত এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতার করা গেলেই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।’

উল্লেখ্য- গত ২৪ মার্চ ভোরে আতিয়া মহলে জঙ্গি আস্তানার সন্ধান পায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ২৫ মার্চ সকাল থেকে ২৮ মার্চ সন্ধ্যা পর্যন্ত আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল আতিয়া মহলে অপারেশন ‘টোয়াইলাইট’ পরিচালনা করে। অভিযানের প্রথমদিন ২৫ মার্চ সন্ধ্যায় পাঠানপাড়া মাদ্রসার সামনে দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেনান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ ৭ জন নিহত হন। এ ঘটনায় মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক (এসআই) শিপলু দাস বাদী হয়ে হত্যা মামলা এবং এসআই সুহেল বাদী হয়ে বিস্ফোরক আইনে আরও একটি মামলা দায়ের করেন। 

/জেবি/

আরও পড়তে পারেন: সাঁকোর অভাবে শতাধিক শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধের উপক্রম 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল