X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘সিলেটে কী হবে, তা জয়ের জরিপে আছে’

তুহিনুল হক তুহিন, সিলেট
৩০ জুলাই ২০১৮, ১১:৫২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৫:২০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র প্রার্থী আরিফুল হক বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল কী হবে তা জরিপ চালিয়ে বলে দিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এর মাধ্যমে বোঝা গেছে সিলেটে ভোট কারচুপি হবে। এই জরিপে কোনও সাধারণ মানুষ অংশ নেয়নি। এতে অংশ নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই এতে এগিয়ে রয়েছেন আমার বড় ভাই জনবিচ্ছিন্ন নেতা বদর উদ্দিন আহমদ কামরান। যদি এই জরিপ যথাযথভাবে ভোটারদের সাথে কথা বলে করা হতো তাহলে তাদের প্রার্থীর আসল চেহারা ধরা পড়তো।

সোমবার (৩০ জুলাই) ঝেরঝেরিপাড়ার রায়নগর সরকারি প্রাথমিক স্কুলে ভোট দেওয়ার পর এ কথা বলেন আরিফ। 

তিনি বলেন, ‘সিলেটের মানুষ জানে কামরান ভাই ১৮ বছর ক্ষমতায় থেকে কী করেছেন আর আমি কী করছি। আমাকে তারা মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩৩ মাস জনগণের সেবা দেওয়া থেকে বঞ্চিত করে রাখে। তবু তাদের লাভ হয়নি। সিলেটের উন্নয়নের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। আর জনগণ এবারও আমার কাজের মূল্যায়ন করবে। আমি যা করেছি তা সবই দৃশ্যমান। আমার বিজয়ের চিহ্নটিতে জয় সাহেব দাগ দিয়ে দিয়েছেন। জনগণের ভোটের অধিকার অন্যরা কেড়ে নিলে তা মেনে নেওয়া যায় না। আমরা প্রয়োজনে আন্দোলনে যাবো।’ 

জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,  ‘জরিপে দেখা গেছে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরান। নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সেখানে বলেছেন ৩৩ শতাংশ ভোটার। আর ধানের শীষে আমার পক্ষে বলেছেন ২৮.১ শতাংশ। অন্য দলের প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়েছেন ১.৩ শতাংশ। আর সিদ্ধান্তহীনতায় নাকি আছেন ২৩ শতাংশ।’ 

 

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ