X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ ঐক্যবদ্ধ: শিল্পমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৪

 

বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বাংলার মানুষের ওপর আমাদের বিশ্বাস রয়েছে। আমরা জানি, বাংলার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ।’

শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প চত্বরে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘একটি অপশক্তি ২০১৪ সালের নির্বাচন বানচাল করতে চেয়েছিল। নির্বাচন বানচাল করার জন্য তারা সেদিন পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিল। রেলের স্লিপার তুলে দিয়ে রেলযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তারা ভোটকেন্দ্র নষ্ট করার নামে শতশত স্কুল আগুনে পুড়িয়ে দিয়ে ভোট ঠেকাতে চেয়েছিল। সেই অপশক্তি আবারও তৎপর হয়েছে। তারা আবার আগামী নির্বাচনকে কেন্দ্র করে  নির্বাচন বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’

শিল্পমন্ত্রী আরও বলেন, ‘সুনামগঞ্জে ক্ষুদ্র শিল্পের বিকাশের জন্য ইতোমধ্যে ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।  আদিবাসীদের কুঠির শিল্পের জন্য আরও বেশি টাকা দেওয়া হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এলাকাবাসীকে ভাবতে হবে কে বেশি এলাকার উন্নয়ন করেছে। কার দ্বারা হাওর এলাকাকে একটি উন্নত জনপদে রূপান্তরিত করা সম্ভব। শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা বিজয়ী করেন। তাহলেই উন্নয়ন হবে।’

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘এক দশক আগেও সুনামগঞ্জ-১ আসন একটি অবহেলিত এলাকা ছিল। তখন এলাকার কোনও উন্নয়ন হয়নি। আজ জেলার সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে সুনামগঞ্জ-১ আসনে। যাদুকাটা, রক্তি, বৌলাই নদীতে সেতু নির্মাণের কাজ চলছে। উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগের জন্য সড়ক নির্মাণ অব্যাহত রয়েছে। ট্যাকেরঘাটে হাসপাতাল নির্মাণ করা হয়েছে। তিনটি উপজেলার সরকারি স্কুল হয়েছে। দুটি উপজেলায় সরকারি কলেজ হয়েছে।’ আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ও তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার প্রমুখ। এর আগে মন্ত্রী ধর্মপাশা উপজেলায় গণস্বাক্ষরতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ